দশকের পর দশক ধরে গাছ কাটা বন্ধ করতে নানা পদক্ষেপ নিয়ে চলেছে প্রশাসন| কিন্তু কোনভাবেই বৃক্ষচ্ছেদন সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হয়নি| কিছু কিছু জায়গায় আজও অবাধে বৃক্ষচ্ছেদন চলছে| তারই মধ্যে গাছ কাটা বন্ধ করতে এক অভিনব পদ্ধতি গ্রহণ করলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি| গাছের উপর ভগবানের ছবি এঁকে দিলেন যাতে মানুষজন সেই গাছ কাটতে না পারে|
পরাগদূত মিশ্র এই পদ্ধতি অবলম্বন করে প্রায় ১০০০টি গাছের প্রাণ বাঁচিয়েছেন| তিনি জানিয়েছেন, রাস্তা তৈরী এবং উন্নয়নের কারণে অনেক জায়গাতেই বিনা বাধায় কেটে ফেলা হচ্ছে গাছ| গ্রামবাসীদের যদিও আবহাওয়া পরিবর্তন এবং বাস্তুতন্ত্রের সমতার অবক্ষয়ের ব্যপারে তেমন ওয়াকিবহাল না হওয়ার কারণে তারা কাঠ কুড়াতে এসেও অনেকসময়েই গাছ কেটে বসে| সেইসব জায়গায় গাছে ভগবানের ছবি লাগানো থাকলে গ্রামবাসীরা সেই গাছ কাটবেনা বলেই আশা ওয়াজিরগঞ্জ ডেভেলপমেন্ট ব্লকের নাগয়া পঞ্চায়েতের প্রধান পরাগদূত মিশ্র| তিনি জানিয়েছেন, গাছের গায়ে এরকম ছবি আঁকা সত্যিই কার্যকর হয়েছে কারণ গ্রামবাসীরা অনেকেই এইসব গাছ কাটার বদলে সেইসব গাছকে পুজো করছে|