স্বাধীনতা সংগ্রামী ও শহীদ আসফাকউল্লাহ খানের স্মৃতির উদ্দেশে চিড়িয়াখানা তৈরি করবে যোগী সরকার | মঙ্গলবার উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় ২৩৪ কোটি টাকা খরচ করে গোরখপুরে এই চিড়িয়াখানা তৈরি কথা ঘোষণা করা হয়েছে | চিড়িয়াখানাটি ১২১ একর জুড়ে তৈরী হবে| সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, পর্যটকদের আকৃষ্ট করা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে এই প্রাণীউদ্যান তৈরির সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার | উত্তরপ্রদেশে ইতিমধ্যেই দুটি চিড়িয়াখানা আছে। একটি লখনউ এবং অন্যটি কানপুরে। তৃতীয় চিড়িয়াখানাটি তাই গোরখপুরে গড়ে তোলা হচ্ছে।
১৯২৫ সালের ‘কাকোরি ষড়যন্ত্র’ নামে পরিচিত ট্রেন ডাকাতির জন্য মুক্তিযোদ্ধা আসফাকউল্লাহ খানকে রাম প্রসাদ বিসমিলের সাথে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল| মন্ত্রিপরিষদের সদস্য ও যোগী সরকারের মুখপাত্র শ্রীকান্ত শর্মা জানান, উদ্যানটি তৈরির পরিকল্পনার খসড়া ২০০৮-২০০৯ সালে প্রস্তাব করা হয়েছিল |কিন্তু তখন বিষয়টি ধামাচাপা পড়ে যায় | শুধুমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ নয় গোরখপুরকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা এবং এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করাই এই চিড়িয়াখানা তৈরির আর এক উদ্দেশ্য বলে জানান তিনি |
অন্যদিকে, চিড়িয়াখানা নামকরণ নিয়ে বিতর্ক দানা বাঁধছে উত্তরপ্রদেশের রাজনীতিতে | বিরোধীদের বক্তব্য, একাধিক জায়গার নাম বদলের ঘটনায় বিতর্ক তৈরি হয়েছিল আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ ছিল ইসলামিক নাম বাদ দিয়ে হিন্দুত্ববাদী মত প্রতিষ্ঠা করতেই এইসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল । আসফাকউল্লাহ খানের নামাঙ্কিত চিড়িয়াখানা করে সেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে যোগী সরকার বলে দাবি তুলেছে বিরোধীরা |