অঘটনের বিশ্বকাপ

১৪ জুলাই ২০১৮ শুরু হল ফুটবল বিশ্বযুদ্ধ। সমর্থকদের মনে নতুন করে চাগার  দিল তাঁদের প্রীয় দলের প্রতি ভালোবাসা । কিন্তু খেলা যত গড়িয়েছে ততো আশাহত হয়েছে সমর্থকরা। প্রথমে গ্রুপ লিগ থেকে ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিদায় নেওয়া। ‘চ্যাম্পিয়ন্স কার্স’-এর থাবায় ফের আক্রান্ত হল জার্মানি।

Worldcup-1

 তারপর আসল রাউন্ড অফ ১৬-এর খেলায়। সেখানেও দুর্ঘটনা, নকআউটের প্রথম ম্যাচেই বিশ্বকাপ থেকে বিদায় নিল আর্জেনটিনা ও পর্তুগাল । ফ্রান্সের কাছে ৪-৩ গোলে পরাজিত হল আর্জেনটিনা। অধিনায়ক হিসাবে মেসির অধরা রয়ে গেল বিশ্বকাপ। অন্যদিকে  উরুগুয়ের কাছে ২-১ গোলো হেরে বিদায় নিল রোনাল্ডো অ্যান্ড কো।

Worldcup-2

 তার পর আসল স্পেনের পালা । ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের পেনাল্টি শুট-আউটে পরাজিত করল আয়োজক দেশ রাশিয়া।  এবারের বিশ্বকাপের চমক হল রাশিয়ার পারফরম্যেন্স। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৭০ নম্বর স্থানে থাকা রাশিয়া একের পর এক হারিয়ে চলেছে  তাদের থেকে ওপরে থাকা দলগুলিকে।

Worldcup-3

বিশ্বকাপের উন্মাদনা এখন টিকে রয়েছে ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যান্ডের ওপর।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...