১৪ জুলাই ২০১৮ শুরু হল ফুটবল বিশ্বযুদ্ধ। সমর্থকদের মনে নতুন করে চাগার দিল তাঁদের প্রীয় দলের প্রতি ভালোবাসা । কিন্তু খেলা যত গড়িয়েছে ততো আশাহত হয়েছে সমর্থকরা। প্রথমে গ্রুপ লিগ থেকে ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিদায় নেওয়া। ‘চ্যাম্পিয়ন্স কার্স’-এর থাবায় ফের আক্রান্ত হল জার্মানি।
তারপর আসল রাউন্ড অফ ১৬-এর খেলায়। সেখানেও দুর্ঘটনা, নকআউটের প্রথম ম্যাচেই বিশ্বকাপ থেকে বিদায় নিল আর্জেনটিনা ও পর্তুগাল । ফ্রান্সের কাছে ৪-৩ গোলে পরাজিত হল আর্জেনটিনা। অধিনায়ক হিসাবে মেসির অধরা রয়ে গেল বিশ্বকাপ। অন্যদিকে উরুগুয়ের কাছে ২-১ গোলো হেরে বিদায় নিল রোনাল্ডো অ্যান্ড কো।
তার পর আসল স্পেনের পালা । ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের পেনাল্টি শুট-আউটে পরাজিত করল আয়োজক দেশ রাশিয়া। এবারের বিশ্বকাপের চমক হল রাশিয়ার পারফরম্যেন্স। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৭০ নম্বর স্থানে থাকা রাশিয়া একের পর এক হারিয়ে চলেছে তাদের থেকে ওপরে থাকা দলগুলিকে।
বিশ্বকাপের উন্মাদনা এখন টিকে রয়েছে ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যান্ডের ওপর।