হঠাৎ টলিপাড়ায় কেন থমকে গেল শ্যুটিং? অনির্দিষ্ট কালের জন্য কি বন্ধ হল শ্যুটিং?

সকাল-সকাল হঠাৎই টলিপাড়ায় থমকে গেল শ্যুটিং। কি হয়েছে সেখানে?

মঙ্গলবার সকালেই টলিপাড়ায় একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে টেকনিশিয়ানদের একাংশ। সিনেমা, সিরিয়াল সবকিছুরই শুটিং এদিন বন্ধ রাখা হয়েছে। কিন্তু কেন?

জানা গিয়েছে যে এদিন ইলেকট্রিশিয়ান গিল্ডের অভ্যন্তরীণ সমস্যার কারণেই সবাই কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি যে সামনে আসন্ন নির্বাচনের অংশ হতে তাঁদের বারণ করা হয়েছে।ভোটে দাঁড়ানোয় বাধা দেওয়া হয়েছে। ফলে, এই ভোটে না দাঁড়ালে নিজেদের সুবিধা অসুবিধা জানাতে বা প্রকাশ করতে পারবেন না। 

এক সহকারী পরিচালক এই বিষয়ে জানিয়েছেন, ‘‘সকাল থেকেই কাজ বন্ধ। কী করব জানি না। ফ্লোরে অনেক ক্ষণ ধরে ইউনিট বসেই রয়েছে।’’

1632297020_shooting-1

মাঝে মধ্যেই টেকনিশিয়ানদের মধ্যে টলিপাড়ায় সিনেমা-সিরিয়ালের শুটিং নিয়ে বিভিন্ন কারণে সমস্যা দেখা যায়। নিজেদের দাবি-দাওয়া নিয়ে বরাবরই টেকনিশিয়ানরা একটু মুখর।  এবার তারই ফলাফল একদিনের এই কর্মবিরতি। 

কিন্তু তাহলে কি মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য টলিপাড়ায় শ্যুটিং বন্ধ থাকবেন? এই বিষয়ে ফেডারেশন (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া) সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন যে টলিপাড়ায় সকালের দিকে একটু সমস্যা হয়েছিল। কিন্তু পরে সেই সমস্যা মিটে গিয়েছে। এছাড়া তাঁর মতে ফেডারেশন কখনও শুটিং বন্ধ করাকে সমর্থন করে না। তিনি এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছেন তাই বিকেলে কলকাতায় ফিরেই সমস্যা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...