অজানা গাছেদের ইতিহাস নিয়ে আসছে আলিপুর হর্টিকালচার

প্রায় দু'শ বছরের পুরোনো আলিপুর এগ্রি হর্টিকালচার সোসাইটির বাগানে ছড়িয়ে রয়েছে এমন প্রায় ১০০ গাছ, যা গোটা দেশেও খুঁজলে পাওয়া যাবেনা। সেই সব গাছকে তালিকাভুক্ত করে তাদের কার কী বৈশিষ্ট্য, সে সব তৈরি করে সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে উদ্যোগী হয়েছে আলিপুর এগ্রি হর্টিকালচার সোসাইটি।

                  তানজাকিয়ার জলাভূমি আর উগান্ডার কিছু জায়গায় দেখতে পাওয়া 'কোবা কোবা' বা বাইকিয়া ইগনিসিস ই বলুন,  অথবা মায়ানমারের 'প্রাইড অফ বার্মা' বা আমহার্স্টইয়া নোবিলিস, 'হং কং অর্কিড ট্রি' বা বাউহিনিয়া ব্ল্যাকিয়ানা, 'আফ্রিকান অর্কিড' বা মনোডোরা গ্র্যান্ডিফ্লোরা, 'ইয়েলো ট্রাম্পেড ট্রি' বা টাবেবুইয়া- এই গাছগুলি ভারতের অন্য কোনও জায়গায় দেখা যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এগুলি কেবলমাত্র কলকাতার এই আলিপুর হর্টিকালচারেই দেখতে পাওয়া যায়। সংস্থার সহকারী সচিব কৌশিক দত্ত তাঁদের উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে জানান, পাশেই চিড়িয়াখানা, শীতের সময় বহু মানুষ এখানে আসেন। কিন্তু এই হর্টিকালচারের এত সমৃদ্ধ গাছের ভান্ডার সকলের অগোচরেই থেকে যাচ্ছে। গাছ কীভাবে বেড়ে ওঠে, কীভাবে পারিপার্শ্বিক থেকে আত্মরক্ষা করে, সেগুলি জানাতেই সাধারণ মানুষের জন্য দরজা খুলে দিতে চান তাঁরা। মোট ৯৭ প্রজাতির গাছের তালিকা তৈরি করা হয়েছে যেগুলি কেবলমাত্র কলকাতাতেই রয়েছে। এই গাছগুলো কীভাবে কলকাতায় এলো, করা নিয়ে এলো, এদের কার কী বৈশিষ্ট্য- সেগুলি সব তালিকাভুক্ত করা হবে। তারপর সাধারণ মানুষের জন্য তা খুলে দেওয়া হবে যাতে সকলেই এই সমৃদ্ধ ভান্ডারের আস্বাদ নিতে পারেন।

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...