ফুটবল বিশ্বকাপের জানা অজানা

১৯৩০ সালে শুরু হয় ফুটবল বিশ্বকাপ। প্রাথমিক ভাবে ১৩ টি দল নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হলেও ধীরে ধীরে বাড়তে থাকে অংশগ্রনকারী দেশের সংখ্যা। বর্তমানে ৩২ দল ২বছরের কোয়ালিফাইং রাউন্ড খেলে সুযোগ পায় বিশ্বকাপে। এই ৮৭ বছরের যাত্রা কালে কিছু জানা কিছু অজানা তথ্য তুলে ধরা হল।

১) জার্মানির সর্বকালের সেরা গোলকিপার অলিভার কান বিশ্বকাপ ইতিহাসের একমাত্র গোলরক্ষক যিনি বিশ্বকাপে সোনার বল উপহার পান। ২০০২ সালের বিশ্বকাপে তিনি এই সম্মান পান।

football 1

২) বিশ্বকাপের ইতিহাসে সর্বচ্চ গোলদাতার শিরোপা যায় আরেকজন জার্মান তারকার কাছে। তিনি হলেন মিরাস্লাভ ক্লোসে। ২০১৪-র বিশ্বকাপে ১৬তম গোলটি করে ব্রাজিলের রোনাল্ডোর রেকর্ড ভাঙেন তিনি

football 2

৩) ১৯৫০ সালের বিশ্বকাপে সুযোগ পেয়েছিল ভারত কিন্তু তারা চেয়েছিলেন খালি পায় খেলতে যা ফিফার আইনের বিরুদ্ধে ছিল বলে সুযোগ হারায় ভারত।

india  

৪) বিশ্বকাপের ইতিহাসে কনীষ্ঠতম খেলোয়াড়ের আখ্যা যায় আয়ারল্যান্ডের নর্ম্যান হয়াটসাইডের কাছে। মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপে সুযোগ পান তিনি।

football 4

৫) বিশ্বকাপের ইতিহাসে প্রবীনতম খেলোয়াড় হলেন ক্যামেরুনের রজার মিল্লা।৪২ বছর বয়সে গিয়ে তিনি বিশ্বকাপ যাত্রা শেষ করেন।

football 5

৬) ফুটবল খেলায় খুব বড় একটি অংশ হল সমর্থক। সমর্থকদের ভিড় দেখে বোঝা যায় ম্যাচটির গুরুত্ব কতটা। ঠিক তেমনটাই হয়েছিল ১৯৫০ সালের বিশ্বকাপে। প্রায় ২ লক্ষ’র কাছাকাছি সমর্থক উপস্থিত ছিল ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচ দেখতে। যা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি।

football 6

৭) সবচেয়ে কম দর্শক সংখ্যার সাক্ষি ছিল ১৯৩০ সালের বিশ্বকাপ। মাত্র ৩০০জন একটি ম্যাচ দেখতে যান।

football 7

৮) ১৯টি বিশ্বকাপের মধ্যে ৯ বার চ্যাম্পিয়ান হয়েছে দক্ষিন আমেরিকার দেশ আর ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপিয়ান দেশগুলি। আর কোনো মহাদেশে আজ অবধি বিশ্বকাপ যায় নি।

football 8

৯) স্যার ভিভ রিচাডর্স- ক্রিকেট জগৎের এক শ্রেষ্ঠ নাম, কিন্তু জানেন কি ১৯৭৪ সালে অ্যাটিগুয়ের হয়ে ফুটবল বিশ্বকাপ কোয়ালিফায়ার ও খেলেছেন তিনি।

football 9

১০) ১৯৬৬ সালে বিশ্বকাপ শুরুর আগেই খোয়া যায় ট্রফিটি। আর সেই ট্রফিটির সন্ধান পাইয়ে দিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যায় পিকলস নামে একটি কুকুর।

football 10

১১) দুটি বিশ্বকাপ খেলে মাত্র একটি গোল পেয়েছেন আর্জেনটিনার অধিনায়ক লিওনেল মেসি।

football 11

১২) সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার শিরোপা যায় ম্যক্সিকান গোলরোক্ষক অ্যন্টোনিয়া কারবাজ্যাল। পর পর ৫টি বিশ্বকাপ খেলার রেকর্ড আছে তার। ১৯৫০, ১৯৫৪,১৯৫৮,১৯৬২ ও ১৯৬৮-র বিশ্বকাপ খেলেছেন তিনি।

football 12

১৩) ম্যক্সিকো হল একমাত্র দেশ যারা ২ বার বিশ্বকাপ আয়োজন করেছেন। ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপের আয়োজক তারা।

football 13

১৪) ব্রাজিল হল একমাত্র দেশ যারা আজ অবধি প্রত্যেকটি বিশ্বকাপ খেলেছে। এবং ৫ বার চ্যাম্পিয়ন হয়েছেন।

BrazilFlagPicture

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...