পুরুলিয়া জেলায় দেখা যাচ্ছে এক অন্যরকম দুর্গা প্রতিমা, নজর কাড়ছে বহু মানুষের

মা দুর্গা এসে গেছে। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মায়ের আগমনে মেতে উঠেছে গোটা বাংলা। কত রুপে দেখা যাচ্ছে তাঁকে।

তবে, পুরুলিয়া জেলার গড় পঞ্চকোটে মা দুর্গাকে এক অনন্য রূপ দেখা গিয়েছে। সাধারণত প্রতিমা বানানো হয় মাটির। তবে, এখানে দুর্গা প্রতিমাকে তৈরি করা হয়েছে কাঠ দিয়ে।

গড় পঞ্চকোটে তৈরি হয়েছে কাঠের দুর্গা। বহু দর্শকদের নজর কেড়েছে মায়ের এই রুপ। ঘরে, ঘরে শোভা পাচ্ছে এই কাঠের দুর্গা।

পুরুলিয়া জেলায় সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। পুজোর সময়তেও পর্যটকেরা ছুটি কাটাতে আসেন এখানে। আর গড় পঞ্চকোট পুরুলিয়ার অন্যতম টুরিস্ট স্পট। তাই একবার হলেও পর্যটকেরা ঘুরতে যায়। এই কাঠের দুর্গা পর্যটকদের যথেষ্ট পছন্দ হচ্ছে।

রিঙ্কু কৈবর্ত নামে এক হস্তশিল্পী এই কাঠের দুর্গা তৈরি করছেন। এলাকায় তাঁর দোকান ‘দিদির দোকানে’-র নামেই পরিচিত।‌ এই কাঠের দুর্গা গুলির দাম তিনি রেখেছেন ২০০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে। কিন্তু শীতের মরসুমে এই কাঠের দুর্গার দাম থাকবে ৩০০০ টাকা থেকে ৩২০০ টাকা পর্যন্ত। ‌

এ বিষয়ে হস্তশিল্পী রিঙ্কু কৈবর্ত জানান যে পরিবারের সব সদস্যরা মিলে তারা এই কাজ করে থাকেন। এই কাজ কেঞ্জাকুড়া থেকে তিনি শিখেছেন। যথেষ্ট পরিশ্রম রয়েছে এই কাজে। এই দুর্গা গামার গাছ ও সোনাঝুরি গাছ দিয়ে তৈরি। কাঠের উপর নির্ভর করে দুর্গার দাম নির্ধারিত হচ্ছে। একসঙ্গে ৫টি কাজ করা যায়। এই কাজ করতে সময় লাগে প্রায় সাত দিন। ‌

পুরুলিয়া জেলাতে কাঠের উপর হস্তশিল্পের কারুকার্য কমই দেখা যায়। কাঠের কাজ বাঁকুড়া জেলাতে বিখ্যাত।‌ তাই বাঁকুড়ার প্রখ্যাত কাঠের শিল্পকলাকে পুরুলিয়ায় নিয়ে আসছেন শিল্পী রিঙ্কু কৈবর্ত। তাঁর হাতের তৈরি দুর্গা এই পুজোয় মন কেড়ে নিচ্ছেন পর্যটক-সহ জেলার সকল মানুষদের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...