ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক সংস্থাটির হয়ে বিভিন্ন সচেতনতামূলক কাজে তাঁকে দেখা যায়। সামাজিক ও শিশুদের নিয়ে এই কাজের জন্যই ‘ড্যানি ক্যায় হিউমেটেরিয়ান পুরস্কার’ পাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। অভিনেতা ও সমাজসেবী ড্যানি কায়ের নামে সম্মান।
স্নোফ্লেক বল-এ ইউনিসেফের আমেরিকান চ্যাপ্টারের পক্ষ থেকে ৩ ডিসেম্বর পুরস্কারটি তাঁর হাতে তুলে দেওয়া হবে।
এক টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, এমন পুরস্কারের জন্য মনোনীত করায় সম্মানিত বোধ করছি। ইউনিসেফের সঙ্গে বিশ্বব্যাপী শিশুদের জন্য এই কাজ নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ।
গত বছর বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের সঙ্গে দেখা করাই ছিল তাঁর উদ্দেশ্য। ইউনিসেফের হয়ে বিশ্বব্যাপী শরণার্থী শিশুদের জন্য কাজ করে চলেছেন। সেই কাজের স্বীকৃতি পাচ্ছেন প্রিয়াঙ্কা।
গত মাসেও একই কারণে ইথিওপিয়া সফরে গিয়েছিলেন এ তারকা। ২০০৬ সালে তিনি ইউনিসেফের আন্তর্জাতিক গুডউইল অ্যাম্বাসাডর হন। সংস্থার ‘গার্ল-আপ’ ক্যাম্পেনের সঙ্গেও যুক্ত আছেন।
'ইজনট ইট রোম্যান্টিক' আর 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবির কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা। মোটিভেশনাল স্পিকার আইশা চৌধুরির বায়োপিক। পরিচালনায় সোনালী বোস।