তুলসী চক্রবর্তী : বহুমুখী অভিনেতা

হাওড়া থেকে তুলসী চক্রবর্তী হামেশাই হেঁটে আসতেন টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। উদ্দেশ্য ছিল পথ চলতি মানুষ আর তাদের জীবন ও ম্যানারিজম কাছ থেকে দেখা। এই দেখাটাই তাঁর অভিব্যক্তিতে অবয়ব পেত সিনেমার পর্দায়, নাটকের মঞ্চে। 

চ্যাপলিন যেমন ছিলেন একজন কমপ্লিট অভিনেতা, তুলসী চক্রবর্তীও ছিলেন তেমনই একজন। তিনি যেমন ছিলেন সঙ্গীতে পারদর্শী, তবলা-পাখোয়াজে ওস্তাদ, নাচে পটু; তেমনই ছিলেন মঞ্চ ও সিনেমার দুর্ধর্ষ অভিনেতা। 

ছবিতে ছোট্ট একটি সিনে নির্বাক একটি চরিত্রে থাকলেও দর্শকের নজর গিয়ে পড়ত ঠিক তুলসী চক্রবর্তী অভিনীত চরিত্রটির ওপর। মনে করে দেখুন বিমল রায়ের ‘অঞ্জনগড়’ ছবির কথা। সেখানে তিনি শুধু ড্রাইভারের পাশে নির্বাক বসেছিলেন একটি ট্রাকে। শুধুমাত্র অভিব্যক্তিতেই দর্শকের মন কেড়ে নিয়েছিলেন সেখানে। এমনই ছিল তাঁর আকর্ষণী ক্ষমতা।

Tulsi-Chakraborty1

সত্যজিৎ রায়ের প্রথম ছবি ‘পথের পাঁচালী’-তে তিনি গ্রামের দোকানদার কাম পাঠশালার পণ্ডিত প্রসন্নর ভূমিকায় অভিনয় করেছিলেন। তখনই সত্যজিৎ চিনেছিলেন এই জাত-অভিনেতাকে। তাই পরে ‘পরশ পাথর’ ছবিটি করতে গিয়ে পরেশবাবুর চরিত্রে তাঁকে ভাবতে অসুবিধে হয়নি। সারাজীবনে এই প্রথম তুলসী চক্রবর্তী এমন একটি ছবিতে অভিনয় করেছিলেন, যেখানে তিনিই নায়ক। তাঁর অভিনয় সেই চরিত্রটিকেই অবিস্মরনীয় করে তুলেছিল। 

'পরশ পাথর'- ছবিতে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন পনেরশো টাকা। সেটা নিতেই তাঁর দ্বিধার অন্ত ছিল না। কারণ, তখন তিনি মাত্র একশো পঁচিশ টাকার দৈনিক পারিশ্রমিকে কাজ করতেন। এর বেশি কেউ দিতে চাইলেও তিনি নিতেন না। তিনি ছিলেন এমনই বিরল অভিনেতা, এমনই বিরল ভদ্রলোক।

মানুষ হিসেবে তাঁর মতো নির্বিবাদী লোক খুব কমঅভিনয়-জগতে আরও কমতখন সবে থিয়েটারে অভিনয় করতে এসেছেন তুলসী, স্টার থিয়েটারেবরাতে জুটছে মৃত সৈনিক আর কোরাসের পার্ট তারই মধ্যে একদিন শিকে ছিঁড়লনাটকের দুটি সিনে অভিনয় করতেন যে অভিনেতা, তিনি সেদিন আসতে পারলেন নাফলে, তাঁর চরিত্রটিতে অভিনয় করার সুযোগ পেলেন তুলসী অভিনয়ের সুযোগ পেলেন, কিন্তু চরিত্রানুযায়ী পোশাক পরতে গিয়ে দেখলেন মোজা নেইমোজা চাইতে গিয়ে অপমানিত হলেন শুনলেন, 'এঁকে নিগে যা!' 

Tulsi-Chakraborty2

সবেধন একখানা চান্স পেয়েছেন, প্রতিবাদ করলে যদি কেঁচে যায়! নীরবে অপমান হজম করে তিনি সত্যিই মোজা এঁকে নিয়েছিলেনহাঁটু থেকে পায়ের পাতা অব্দি সবেদা মেখে, আলতার বর্ডার টেনে মোজা এঁকে নিয়েছিলেনদিব্যি অভিনয় করেছিলেন তাই নিয়েই

আমাদের কাছে তুলসী চক্রবর্তী সর্বাধিক পরিচিত কৌতুক অভিনেতা হিসেবে তবে তিনি নিছক কৌতুক অভিনেতা ছিলেন না, ছিলেন বহুমুখী প্রতিভা। সেলুলয়েডে বিভিন্ন ছবির স্বল্প পরিসরেও সেই প্রতিভার অবিস্মরনীয় স্বাক্ষর রেখেছেন তিনি। ‘রাজলক্ষী ও শ্রীকান্ত’ ছবিতে তবলিয়ার ভূমিকায় কালোয়াতি গানে অসাধারণ তবলা বাজিয়েছেন। ‘কবি’ ছবিতে দেখেছি তাঁর নাচ। ‘শুভদা’ ছবিতে নিজের কন্ঠে গান গেয়েছেন। আবার ‘ভাবীকাল’ ও ‘জনক নন্দিনী’ ছবিতে সিরিয়াস চরিত্রেও অনবদ্য অভিনয় করেছেন। প্রতিভাবান এই শিল্পী জন্মগ্রহণ করেছিলেন ১৮৯৯ সালের ৩ মার্চ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...