কেন হঠাৎ দর্শকদের জন্যে প্রবেশ বন্ধ হয়ে গেল বারাসাতের হ্যারি পটারের জাদুনগরী মণ্ডপ?

কালীপুজোর আনন্দে মেতেছে গোটা বাংলা। প্যান্ডেলে প্যান্ডেলে দেখা যাচ্ছে শুধু মানুষের ঢল। কালীপুজোর জন্য বিখ্যাত বারাসাত। সেখানেই হঠাৎ ঘটল এক ঘটনা।

এবারের কালীপুজোয় বারাসাতের প্রত্যেকটি মণ্ডপগুলির মধ্যে বিশেষ আকর্ষণ হল পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপ। এবছর এখানকার থিম হল হগওয়ার্টস স্কুল অর্থাৎ হ্যারি পটারের জাদুনগরী।

সেই মণ্ডপ দেখতেই কালীপুজোর ২ দিন কেটে গেলেও দর্শনার্থীদের প্রবল ভিড় মণ্ডপ দর্শনে। তার জেরেই সোমবার রাতে মণ্ডপের একাংশ বসে গেল। বড়সড় দুর্ঘটনা এড়াতেই মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে দিল প্রশাসন। এই নিষেধাজ্ঞা সোমবার রাত থেকেই জারি করা হয় এবং তাতেই ক্ষুব্ধ দর্শকরা। এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাওয়ায় বারাসাত রেল স্টেশনের কাছেই পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।  

Barasat-puja-closed-transformed

এবছর বিখ্যাত পায়োনিয়ার ক্লাবের হ্যারি পটার থিমে তৈরি হওয়া মণ্ডপটি চওড়ায় প্রায় ১২০ ফুট। এই মণ্ডপের ভিতরে মা কালীর তিনটি রূপে অধিষ্ঠান। বিভিন্ন যন্ত্রচালিত প্রতিকৃতি সাজানো হয়েছে চন্দননগরের আলো দিয়ে। মূল প্রতিমার উচ্চতা হল ১৪ ফুট এবং তিনটি প্রতিমা মিলিয়ে চওড়ায় ২১ ফুট উচ্চতা। তাই, এটা স্বাভাবিক যে দর্শকদের নজর এই মণ্ডপসজ্জায় কাড়বেই।

এই মণ্ডপের সামনের বেশ কিছুটা অংশ ছিল এক জলাশয়। সোমবার রাতে প্রচুর দর্শনার্থীর চাপে প্যান্ডেলের জলাশয়ের উপর থাকা অংশটি বসে যায়। বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে তাই এই ভেবেই প্রশাসন মণ্ডপে দর্শক প্রবেশ নিষিদ্ধ করে দেয়। তবে জানানো হয়েছে, যাঁরা সেদিন রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁদের ঠাকুর দেখতে কোনও সমস্যা হয়নি।

পুজো উদ্যোক্তারা আশ্বাস দিয়েছেন যে সমস্ত সমস্যা মিটিয়ে ফের দর্শনার্থীদের জন্য খুলে যাবে মণ্ডপ। আবার হ্যারি পটারের জাদুনগরী দেখতে পারবেন সবাই।

বারসাতের কালীপুজোর খ্যাতি প্রচুর তাই জনতার দাবি মেনে প্রায় সাতদিন পর্যন্তও কোনও কোনও মণ্ডপে প্রতিমা রাখা হয়। সেই জনপ্রিয় ক্লাবের মধ্যে পায়োনিয়ার ক্লাবের পুজোও অন্যতম। তাই দর্শনার্থীদের কথা মাথায় রেখে উদ্যোক্তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করে ফের খুলে দেওয়া হোক মণ্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...