কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। কিন্তু দাঁতের যত্ন না নিলে যে ব্রেনের সমস্যা হতে পারে তা কি জানা ছিল?
সম্প্রতি একটি গবেষনার মাধ্যমে উঠে এসেছে এমনই একটি তথ্য। গবেষকদের দাবি, মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হলে ঘটতে পারে ব্রেন স্ট্রোক। তাই এই ব্রেন স্ট্রোক প্রতিরোধ করতে নানা পথের সন্ধান দিয়েছেন চিকিৎসকগন। তার সাথে সাথে দাঁতের যত্ন নেওয়ার কথাও জানিয়েছেন তারা। জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এর আগেও দাঁত অপরিষ্কার থাকার ফলে ব্রেন স্ট্রোক হতে পারে বলে জানিয়েছিলেন। ৩৫৮ জন ব্রেন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে একটি রিসার্চ করে তারা দেখেছিলেন, তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিই দাঁতের সমস্যায় ভুগছেন। এবারও সেই একই যুক্তি দিলেন হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপকরাও। বিজ্ঞানীদের দাবি, মস্তিষ্কের সাথে দাঁতের মধ্যে থাকা নার্ভ, শিরা উপশিরা প্রভৃতির যোগাযোগ থাকার দরুন অপরিষ্কার দাঁতের মধ্যে থাকা জীবাণু মস্তিষ্কের শিরায় প্রবেশ করে মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাধা দেয়। আর তাতেই বাড়ে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা। বিজ্ঞানীদের দাবি, শুধু ব্রেন স্ট্রোক নয়, অপরিষ্কার দাঁতের থেকে হতে পারে হৃদরোগও। তাই মারণ রোগ হৃদরোগ এবং মস্তিস্ক সুস্থ রাখতে অবশ্যই দাঁত পরিষ্কার রাখার চেষ্টা করুন।