আমারা ছোট্ট বেলায় ঠাকুর্দা , ঠাকুমা , দাদু , দিদার কাছেই অধিকাংশ সময় কাটাই । অথচ একটু বড় হলে তাদের কথাই ভুলে যাই । তাদের দেবার মতো সময় আমাদের যেন একদমই থাকে না । অথচ সেই সময়ই তারা আমাদের সবচেয়ে বেশি কাছে পেতে চায় , আমাদের একটু ভালোবাসা চায় ।এ বিষয় নিয়েই সম্প্রতি আই সি সি আর -এ এক অভিনব অনুষ্ঠান হয়ে গেল 'বে উমরা' নামে ।
অনুষ্ঠান আয়োজকদের মতে বয়েস তো একটা সংখ্যা মাত্র ।তাদের উদ্দ্যোগে বয়স্ক দের নিয়ে শ্যুট করা এক দারুন বাংলা ক্যালেন্ডারও প্রকাশিত হল ।
আর এই 'বে উমরা' কনসেপ্ট টি যাদের মস্তিস্ক প্রসূত তারা হলেন -শ্রীলেখা মিত্র , অগ্নিমিত্রা পাল ও শংখ্যদীপ রায় এর মতন মানুষ । শ্রীলেখা স্মৃতিচারন করলেন সেই ছোট বেলায় বয়ামে রাখা দিদিমার আচারের কথা । অতিথি হিসাবে উপস্থিত সিধু (ক্যাকটাস )ও সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এহেন উদ্দ্যোগ কে প্রশংসা করেন ।