উল্টোডাঙা সুরির বাগান দুর্গোৎসব কমিটি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু প্রায় এসেই গেল বলা যেতে পারে। প্রতিটি ক্লাবেরই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আর এই সময় নিজেদের প্রস্তুতিতে শেষ টান দিতে লেগে পড়েছে উল্টোডাঙা সুরির বাগান দুর্গোৎসব কমিটি

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাস্টুডিওতে উপস্থিত ছিল উল্টোডাঙা সুরির বাগান দুর্গোতসব কমিটি। সঞ্চালক মৌমিতার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন কমিটির হিসাবরক্ষক ভাস্কর সাঁধুখা ও সদস্য প্রীতম মাইতি। এছাড়া উপস্থিত ছিলেন এবছর এই কমিটির থিম শিল্পী সোমনাথ ব্যানার্জি

এই বছর উল্টোডাঙা সুরির বাগান দুর্গোতসব কমিটির দুর্গাপুজো ৫৫তম বর্ষে পা দিতে চলেছে। আর এই বছর তাদের থিম ‘আমার দুর্গা’। নষ্ট হয়ে যাওয়া কাগজ দিয়ে তারা এবারের প্যান্ডেল তৈরি করছে, যা নিঃসন্দেহে প্রশংসার বটেই। তবে থিমের প্যান্ডেল হলেও প্রতিমা থাকছে সাবেকি।

উল্টোডাঙা সুরির বাগান দুর্গোৎসব কমিটির পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে তৃতীয়াতে। আর কমিটির পক্ষ থেকে নবমীর দিন সকলকে ভোগ প্রদান করা হবে।

উল্টোডাঙা সুরির বাগান দুর্গোৎসব কমিটির পুজো দেখতে আসতে গেলে শিয়ালদহ থেকে ট্রেন ধরে নামতে হবে বিধাননগর রেল স্টেশনে। সেখান থেকে বাস বা অটো ধরে উল্টোডাঙা নামলে কিছুটা হাটলেই পৌছে যাবেন তাদের পুজোমন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...