উল্টোডাঙ্গা সংগ্রামী ক্লাব | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

সম্প্রতিককালে কলকাতায় থিমের পুজো নতুন নয়, প্রায় ২১ বছর হয়ে গেল থিম পুজোর সাক্ষি থেকেছে কলকাতাবাসী। তবে উল্টোডাঙ্গা সংগ্রামী সংঘ যেটা করেছে বা করতে চলেছে তা হল, তারা তাদের থিমটাকে দুই ভাগে ভাগ করেছে। একভাগ দেখানো হয়েছে ২০১৭ সালের দুর্গোৎসবে আর দ্বিতীয় ভাগ দেখানো হবে ২০১৯ সালে।

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠানে এসে এমনটাই জানালেল পূজা কমিটির সহ সম্পাদক তুষার সাহা ও সহ সাংস্কৃতিক সম্পাদক তাপস সাহা। ৫৭ তম বর্ষে তাদের থিম গীতিকার রাধারামন দত্তর সৃষ্টি ‘ভ্রমর কহিয়া’-র দ্বিতীয় ভাগ “যখন সৃষ্টি সুরের রূপকথায়”। থিম শিল্পী অভিজিৎ ঘটকের সৃজনশীলতায় সেজে উঠছে তাদের পূজা মন্ডপ। আবহ সঙ্গীতের দায়িত্বে আছেন ‘ভূমী’ খ্যাত সঙ্গীতশিল্পী সুরজিত।

তৃতীয়ার রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা এমএলএ সাধন পান্ডে মহাশয়ের হাত ধরে শুভ সূচনা হবে তাদের পুজোর। অষ্টমীর দিন ক্লাব কর্তৃপক্ষোর তরফ থেকে এক পোংতিভোজনের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহন করতে পারে সকল দর্শানর্থী।দশমীর দিনটি ছেড়ে, একাদশীর দিন সিঁদুর খেলা ও বরণের মধ্যে দিয়ে বিদায় জানানো হয় উমাকে।  দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রো-এ উঠে নামতে হবে শোভাবাজার মেট্রো, সেখান থেকে একটা অটোয়ে উল্টোডাঙ্গা মোড়ের নিকট এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...