উল্টোডাঙ্গা জাগরণী সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

দেখতে দেখতে এক বছর পেরিয়ে আবারও উপস্থিত প্রাক শারদোৎসবের ক্ষণ। আরও একটি  নতুন বছর, আরও একবার বাঙালিদের উৎসবে মেতে ওঠার সময় আসন্ন। তাই পুজো আড্ডা নিয়ে হাজির জিয়ো বাংলা-ও। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠানে উপস্থিত ছিল উল্টোডাঙ্গা জাগরণী সংঘ

সঞ্চালক নবনীতা- সাথে জেনে নিলাম তাদের পুজোর বিষয়। উপস্থিত ছিলেল পূজা কমিটির দুই সাধারণ সদস্য অর্ঘ দে পালবিশ্বজিৎ সাহা। দুই বছর হল থিম পুজোয় প্রবেশ করেছেন তারা আর এইবছর ২৬তম বর্ষে তাদের থিম “অন্তরদ্বন্দ”। প্রতিমা সজ্জায় আছেন শিল্পী অনুপ দাসমহালয়ায়, পল্লীর প্রবীন সদস্যাদের হাতে মায়ের চক্ষুদানের মাধ্যমে শুরু হয় তাদের দেবী পক্ষের সূচনা।

সেই দিন থেকে পুরুষদের হলুদ পাঞ্জাবী ও মহিলাদের লাল পাড় সাদা শাড়ি হয়ে ওঠে তাদের ‘ড্রেস কোড’ যা গিয়ে শেষ হয় প্রতিমা  বিসর্জনের পর। পুজোর চারটি দিন পাড়ার প্যান্ডেলেই কেটে যায় সকলের। অষ্টমীর দিন সকল পল্লীবাসীদের নিয়ে মহাভোজের আয়োজন করা হয় পূজা কমিটির তরফ থেকে।

বিসর্জনের পরে একটি দিন দেখে সকল পল্লীবাসীদের নিয়ে এক “বিজয়া সম্মেলনী”-র আয়োজন করা হয়। দমদম বা কবি সুভাষ-গামী যে কোনও মেট্রোয় উঠে নামতে হবে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে, সেখান থেকে একটি অটো ধরে উল্টোডাঙ্গা ক্রসিং-র নিকট অবস্থিত এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...