উল্টডাঙ্গা ধর বাগান | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

ভারতীয় চলচ্চিত্র সর্বকালের সেরা পরিচালক সত্যজিৎ রায়ের অন্যতম সৃষ্টি ‘গুপি গাইন বাঘা বাইন’-র ৫০বছর পুর্তি ও ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তী পরিচালকে সম্মান জানাতেই থিম তথা প্রতিমা শিল্পী দিপ্তরেখ ধরের ভাবনায় সেজে
উঠছে উল্টডাঙ্গা ধর বাগানের পূজা মন্ডপ। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯


অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিলেন পূজা কমিটির সহ সভাপতি বাবুন হালদার, কার্য নির্বাহী কমিটির সভাপতি দেবব্রত মৈত্র ও শিল্পী স্বয়ং। এইবছর ৭২তম বর্ষে তাদের থিম “দেখ রে নয়ন মেলে”। ৪০ফুটেপ্যান্ডেলে, গুপি গাইন বাঘা বাইন যেই প্রেক্ষাপটে শুটিং করা হয়েছিল, শিল্পী তাহাই রাখার চেষ্টা করেছেন পুরো পূজা মন্ডপ জুড়ে।

তাই অন্যান্য রঙের তুলনায়. সাদা আর কালো রঙের ব্যবহার বেশি করা হয়েছে বলে জানান তারা। ২রা অক্টবর অর্থাৎ চতূর্থীর দিন শুভ সূচনা হবে তাদের শারদোৎসবের। তারপর থেকে সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে পুজো মন্ডপ। পুজোর রিতী অনুযায়ী চারটি দিন-ই ভোগ রান্না হলেও, দশমীর আয়োজন টা হয় জমজমাট। সেদিন ক্লাব কর্তৃপক্ষোর তরফ থেকে পাড়ার প্রত্যেকটি বাড়িতে ভোগ পৌঁছে দেওয়া হয়।

পুজোর পাশাপাশি দর্শনার্থীদের সুরক্ষার বিষয়েও তারা ওয়াকিবহল, থাকবে সবরকমের নিরাপত্তা, থাকবে প্রবীনবিশেষ ভাবে সক্ষম দর্শনার্থীদের জন্য বিশেষ প্রবেশ ও বাহির দ্বার। দমদম বা কবি সুভাষগামী যেকোনও মেট্রোয় উঠে শোভাবাজার সুতানুটি, সেখান থেকে সরাসরি বাস বা অটো করে চলে যেতে পারেন এই পূজা মন্ডপে। তাছাড়াও বিধাননগর স্টেশনে নেমে, এক নম্বর প্ল্যাটফর্মের দিয়ে বেড়িয়ে খান্নার দিকেই উল্টোডাঙ্গা ধর বাগেনের পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...