মহাত্মা গান্ধীর সার্ধ শতবর্ষ উপলক্ষে তাঁর সম্মানে বিশেষ স্মারক মুদ্রা চালুর কথা ঘোষনা করল ব্রিটেন। রাজস্ব মন্ত্রকের চ্যান্সেলর ও ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ সম্প্রতি জানান, ব্রিটেনের মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়্যাল মিন্টকে মহাত্মা গান্ধী স্মারক মুদ্রা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
১৮৮৮ সালে মহাত্মা গান্ধী লন্ডনে আসেন ছাত্র হিসেবে। লন্ডন বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করতেন। ১৯৩১ সালে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে গোলটেবিল আলোচনায় অংশ নিতে লন্ডন যান তিনি। এটাই তাঁর শেষ লন্ডন সফর।
জাভিদ বলেন, ‘গান্ধীজী পৃথিবীকে শিখিয়েছিলেন, ‘ ক্ষমতা শুধুমাত্র পদমর্যাদা থেকে আসে না, জীবনে মূল্যবোধকে গুরুত্ব দিতে হয়। এই পাঠ তিনি তাঁর জীবন দিয়ে আমাদের শিখিয়ে গিয়েছেন।’
গান্ধীজী সাম্য, শান্তি, অহিংসার কথা বলেছেন। সহজ ভাষায় মানবতার পাঠ দিয়েছেন। ভারতের স্বাধীনতা আন্দোলন তাঁর অহিংস মতবাদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। হিংসা, হানাহানি, প্রত্যেক দিন বাড়তে থাকা বৈষম্য আর বিদ্বেষের আবহাওয়ায় অহিংস দর্শনের কথা বারবার উচ্চারিত হচ্ছে।
ভারতের জাতির জনকের জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে ব্রিটেনে একাধিক উদযাপন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামেও বেশ কিছু অনুষ্ঠান হয়।