ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি)-র পক্ষ থেকে হোটেল ম্যানেজমেন্ট এবং রিয়েল এস্টেটের জন্য ডিসটেন্স এডুকেশন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| বিভিন্ন রেগুলেটরি বডির থেকে তথ্য নেওয়া এবং হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত নানা প্রোগ্রাম, কালনারি স্টাডিজ ২০১৯-২০২০-র অ্যাকাডেমিক সেশনের পরে আর বৈধ বলে ধরা হবে না, জানালো ইউজিসির নতুন নিয়ম|
জানা গেছে, রেকোগনাইজড ওপেন এবং ডিসটেন্স লার্নিং প্রোগ্রামের ক্ষেত্রে যারা ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছেন তাদের ক্ষেত্রে এই স্বীকৃত পিরিয়ড চলাকালীন, এই কোর্সের শেষ হওয়া পর্যন্তই তার বৈধতা থাকবে| এরপরে ইউনিভার্সিটিতে যদি পরবর্তী বছরগুলি পরার সুযোগ না থাকে তাহলে তা ইউজিসির নিয়ম এবং জুরিসডিকশনের আওতায় চলে আসবে|
সম্প্রতি, ইউজিসির পক্ষ থেকে ওপেন ও ডিসটেন্স লার্নিং রেগুলেশন ২০১৭ তে জানানো হয়েছিল, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, আরকিটেকচার এই কোর্সগুলির ক্ষেত্রে আর ডিসটেন্স মোড থাকবে না| এরপরে এগ্রিকালচারকেও এই নিয়মের মধ্যে আনা হয়|