বলিউডের সব সময়ের সেরা গানের লিস্টে একুশটা গান তাঁর। ৫ বার ফিল্মফেয়ার পেয়েছেন। বলিউডে তিন দশকের সাম্রাজ্য তাঁর। আশির দশকে ‘পাপা কহতে হ্যায়’, মেহেন্দি লাগাকে রখনা, নব্বইয়ে ‘পরদেশি পরদেশি’, হালফিলে মানে ২০০০ সালে ‘চাঁদ ছুপা আর মিঁতুয়া’, প্রতি দশকেই ফিল্মফেয়ার তাঁর, বলিউডে এমন কৃতিত্ব একমাত্র তাঁর আছে।
তিনি কে?
উদিত নারায়ণ। আজও বলিউড প্লে লিস্টের সুপার কিং।
বিহারের বৈশ্যির ছোট্ট গ্রামে দাদুর বাড়ি জন্ম। বাবা হরেকৃষ্ণ ঝা নেপালের মানুষ। পেশায় কৃষক। গানের ঝোঁক পেয়েছিলেন মায়ের কাছ থেকে। মা ভুবনেশ্বরী দেবীকে গাঁয়ের মানুষ চিনত গানের জন্য।
জীবনের প্রথম পর্বটা কেটেছে মামাবাড়িতে। গ্রামের মেঠো সুর আর মায়ের গান ছোটবেলা থেকেই যেন ঠিক করে দিয়েছিল বাকি জীবনের পথটা।
তবে বিহারের সেই মাটির গ্রাম থেকে একটা সময়ে পাড়ি দিতে হয় পাহাড়ে। নেপালে। পিতৃভূমি। পরের পড়াশোনা সেখানেই।
কাঠমান্ডুর রত্ন রাজ্য লক্ষ্মী ক্যাম্পাসে পড়তেন। বাস বদলালেও বদলে যায়নি সুরের প্রতি উচাটন মনটা।
গানের চর্চা চলছিলই। সুযোগ পেলেন নেপালী রেডিয়োতে। মৈথিলী ভাষায় গাইতেন। মাঝে মাঝে নেপালী। ধীরে ধীরে নেপালী আধুনিক গান গাইতে শুরু করেন। আট বছর ধরে চলল স্ট্রাগল।
একদিন গান গেয়েই মিলে গেল স্কলারশিপ। নেপাস্লের ভারতীয় দূতাবাস সূত্রে।
স্বপ্ন ছিল প্লেব্যাক সিঙ্গার হবেন। আরবসাগরের তীরের শহরটার ঘুম ভাঙবে তাঁর গানের সুরে।
গানের বৃত্তি নিয়ে চড়ে বসেন বোম্বাইয়ের ট্রেনে। গন্তব্য ভারতীয় বিদ্যাভবন। ৬ বছর শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাস করেন সেখানে।
সত্তরের শেষ। আশির শুরু থেকেই বলিউড চিনতে শুরু করে তাঁকে। রাজেশ রোশনের ‘উনিশ-বিশ’ ছবিতে প্রথম প্লেব্যাক। সেভাবেই গাওয়ার সুযোগ আসে মহম্মদ রফির সঙ্গে। কিশোরকুমারের সঙ্গেও সুযোগ পান।
দেবানন্দ, অমিতাভ বচ্চন, রাজেশ খন্না, শাহরুখ থেকে শুরু করে অক্ষয় অজয় সকলের সঙ্গেই তিনি। তবে সবচেয়ে বেশি হিট বোধহয় শাহরুখের সঙ্গে। একটা সময় শাহরুখ মানেই উদিত।
অলকা ইয়াগ্নিক থেকে শ্রেয়া ঘোষাল সব প্রজন্মের গায়িকাদের সঙ্গেই ডুয়েটে।
বলিউডে প্রায় ১৫ হাজারের ওপর গান গেয়েছেন। কেরিয়ার শুরু করেছিলেন নেপালী রেডিয়োতে। কিন্তু সেখানে আটকে থাকতে চাননি।
নেপালী গানের দুনিয়ায় তাঁর ভূমিকা সম্রাটের মতো। নেপাল রাজ বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব তাঁকে গোরখা দক্ষিণ বাহু সম্মান দিয়েছেন।
নব্বইয়ের ‘সিগনেচার’ তাঁর গান। সময় যতই পুরনো হোক তাঁর গান কখনও পুরনো হওয়ার নয়।
আজ ৬৬ বসন্ত ছুঁলেন।
১৯৫৫-এর আজকের দিনেই সুপলে তাঁর জন্ম হয়।