ট্রেনের ৯ হর্নের নয় ধর্ম

আপনারা ট্রেন চলার সময় বা ট্রেন ছাড়ার সময় ইঞ্জিন থেকে বিভিন্ন রকমের হর্নের আওয়াজ শুনেছেন নিশ্চয়| কিন্তু চালকরা নিজের ইচ্ছে অনুযায়ী এরম হর্ন বাজান না|ভারতীয় রেলে এক একভাবে হর্ন বাজানোর অর্থ আলদা আলাদা| বিভিন্ন ভাবে হর্ন বাজিয়ে পৃথক পৃথক ইঙ্গিত দেন ট্রেনের চালকরা

১. ওয়ান শট হর্ন- একবার সামান্য সময়ের জন্য হর্ন বাজানোর অর্থ হল , ট্রেন ইয়ার্ডে পৌছে গিয়েছে তার সাফাইয়ের প্রয়োজন|

২. টু শট হর্ন- এটি ট্রেন ছাড়ার সময় বাজানো হয়|

৩. থ্রী শট হর্ন- চালক কোন ভাবে ট্রেনের উপর নিয়ন্ত্রণ হারালে বা ট্রেন থামাতে বার্থ হলে তিন বার ছোট করে হর্ন বাজিয়ে গার্ডকে সর্তক করেন| তখন গার্ড ভ্যাকুয়াম ব্রেকের সাহায্যে ট্রেন থামান|

৪. ফোর শট হর্ন- এর অর্থ, ট্রেনে কোন যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে| যার ফলে ট্রেনটি আর এগোতে পারবে না|

৫. দুবার ছোট করে হর্ন বাজিয়ে তারপরে লম্বা হর্ন বাজনোর অর্থ, কোন যাত্রী চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেছেন|

৬. কোনোও স্টেশনে না দাড়িয়ে দ্রুত গতিতে যাওয়ার সময়ে একটানা হর্ন বাজাতে থাকেন চালকরা|

৭. লেভেল ক্রসিং পেরোনোর সময়ে থেমে থেমে দুবার হর্ন বাজিয়ে সর্তক করেন ট্রেন চালকরা|

৮. দুবার লম্বা হর্ন বাজিয়ে একবার ছোট করে হর্ন বাজানো র অর্থ হল ট্রেনটি ট্র্যাক বদল করছে|

৯. ছবার ছোট করে হর্ন বাজিয়ে কোন বড় বিপদে বা আপত্কালীন পরিস্থিতিতে সতর্ক করেন ট্রেন চালকরা|    

এটা শেয়ার করতে পারো

...

Loading...