দোতলা মাটির বাড়ি - তাও শহরে !!

                            অত্যাধুনিক সময়ে কংক্রিটের জঙ্গলে খোদ শহরেই ইট বালি ছাড়া  শুধু  সামান্য সিমেন্ট  যে  বাড়ি তৈরী হতে পারে এমন দেখেছেন !!! না কি তা কখনো ভেবেছেন!! .... এমনিতে মাটির বাড়ি গ্রামীণ কনসেপ্ট - কিন্তু শহরে ইট বিহীন  দোতলা বাড়ি ! না এ যাবৎ এর  দৃষ্টান্ত নেই। কিন্তু এইবার এই আশ্চর্য বাড়ি  প্রত্যক্ষ করা যাবে। তবে আপাতত কলকাতায় নয় - এমন ঘটনা ঘটছে পুনেতে,  এক শহুরে দম্পতির হাত ধরে।  আজ সেই বাস্তবিক ঘটনার কথাই জানাবো।

                               পুনের এই দম্পতি আনভিত ফাটক  পেশাগতভাবে  একটি স্কুলের প্রিন্সিপাল এবং তাঁর স্ত্রী নেহা পুনে শহরের কোথরাডে জমি কিনেছিলেন, কিন্তু তখন এই অভিনব বাড়ির কথা তাঁরা ভাবেন নি।  কিন্তু ইতিমধ্যেই মাড হাউজ বা কাদা মাটির ঘরের কথা জানতে পারেন। আর জানেন তার গুনাগুন। এই মাটির তৈরী বাড়ি কাচ্চা  নামে  পরিচিত। এই মাটির  ঘর প্রাকৃতিকভাবে ঘরের ভেতরের তাপমাত্রা ঠিক রাখে। প্রচণ্ড গরম ও কনকনে শীত— দুটোর হাত থেকেই মুক্তি পাওয়া যায় এর ফলে। আলাদা ভাবে পাখা, এসি বা কুলারের কোনো দরকারই পড়ে না। ফলে বিদ্যুৎ খরচ অনেক কম হয়। এছাড়াও, এই বাড়ি তৈরি করতে কোনো প্রকার ইট, কংক্রিটের প্রয়োজন হয় না। ফলে  একদিকে যেমন  ব্যয় বাহুল্যতা কমায় তেমনই পরিবেশ বান্ধবও বটে। অনুজ্ঞা নুতন দ্যাশবারের তত্বাবধানে এই বাড়ি নির্মিত হচ্ছে।  যদিও  তাঁর হাত ধরেই মহারাষ্ট্রসহ  বেশ কিছু  জায়গাতে  এই ধরণের বড় আধুনিক মাড হাউজের বাস্তব রূপায়ণ হয়েছে। তারই আর এক সংযোজন  ফাটক দম্পতির এই দোতলা বাড়ি।

 

                                 যদিও এই ‘দ্বিতল মাটির  বাড়ি মাস কয়েকের মধ্যেই পূর্ণতা পাবে। অবশ্য  শহরের বুকে যে এরকম  অভিনব বাড়িও যে হতে পারে, তা খানিক অকল্পনীয়। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...