পার্ক স্ট্রিট-এ এবারে রাস্তার দু'ধার-ই ব্যবহারযোগ্য হবে

আগামী মঙ্গলবার ২৫ ডিসেম্বর, বড়দিন! সারা বিশ্বের সঙ্গে সঙ্গে কলকাতার মানুষও মেতে উঠবেন বড়দিননিউ ইয়ারের আমেজে। কলকাতায় মূলত পার্ক স্ট্রিট চত্ত্বর কার্নিভ্যালের সাজে সেজে ওঠে। রাস্তা ভিড়ে ঠাসা হয়ে থাকে। কলকাতা তো বটেই, শহরতলি থেকেও প্রচুর মানুষ আসেন এই কদিন এই চত্ত্বরে ঘোরার জন্য। জনতাকে সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। সেই কারনে এ বছর একটু অন্যরকম ভাবনা ভেবেছে পুলিশ, জওহরলাল নেহেরু রোড এবং পার্ক স্ট্রিট-এর ক্রসিং দিয়ে ক্যামাক স্ট্রিট-এ যাওয়ার জন্য রাস্তার দু'ধার-ই ব্যবহার করতে পারবেন মানুষ। প্রতি বছর পার্ক স্ট্রিট-এ ঢোকার জন্য শুধুমাত্র এশিয়াটিক সোসাইটির ধারের ফুটপাথ-ই ব্যবহার করা যেত, সেই রাস্তা পেরিয়ে এলেন পার্ক বা বিভিন্ন রেস্তোরাঁ ঘুরে উল্টো দিকের ফুটপাথ দিয়ে এসে জওহরলাল নেহেরু রোড দিয়ে বেরিয়ে যেতেন মানুষজন। এবারে ক্যামাক স্ট্রিট-এর রাস্তা পার করিয়ে মিডলটন স্ট্রিট দিয়ে জওহরলাল নেহেরু রোড দিয়ে বের করা হবে। শুক্রবার লালবাজারে একথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার

   প্রতি বছর যেমন হয়, তেমনি ভাবেই ২৫ তারিখে বিকেল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত পার্ক স্ট্রিট-এ গাড়ি চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে সোমবার রাত থেকে মঙ্গলবার গভীর রাত অব্দি নিরাপত্তা জোরদার করা হবে ওই এলাকায়। কলকাতা পুলিশের ১১০ টি পিকেট এবং ১৯ টি থানা সংরক্ষিত বাহিনী থাকছে  এবারের পার্ক স্ট্রিট-এ। ক্লাব, হোটেল, শপিং মল, পানশালা সহ ৩০টি জায়গায় পর্যাপ্ত নজরদারি থাকবে। সঙ্গে রাখা হচ্ছে ৮টি এম্বুলেন্স ২১টি ডিভিশনাল মোবাইল, ১১টি ওয়াচ টাওয়ার, ১৩টি কুইক রেস্পন্স টিম, ২০টি বাইকে পুলিশের টহলদারি, ১৪টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং কলকাতা পুলিশের উইনার্স বাহিনীও থাকছে। নিরাপত্তার জন্য ১৬টি সহায়তা বুথ থাকবে, বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬টি টিম থাকছে। পার্ক স্ট্রিট অঞ্চলকে সাতটি সেক্টরে ভাগ করা হয়েছে, এবং সেখানে ১০জন ডেপুটি কমিশনার-কে রাখা হচ্ছে। তবে এবারে ভিড় সামলাতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে। তাহলে আর কি? নিশ্চিন্তে মেতে উঠুন বড়দিন আর বর্ষবরণের উৎসবে। আপনাকে নিরাপত্তা দিতে পুলিশ সদা সর্বদা তৎপর থাকবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...