ভেলকি এখন স্কুলে পড়ে। তার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক দেখতে যায় মেঘরাজ। এরই মাঝে ঘটে এক কাণ্ড। স্কুলের অনুষ্ঠানে নিজেকে ভেলকির মায়ের পরিচয় দেয় মোহিনী। আর তাতে ভেলকি রেগে যায়। আর সে অনুষ্ঠান থেকে বেরিয়ে চলে যায়। এবং এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে। এবং জানা যায় কিডন্যাপ হয়েছে ভেলকি। কী হবে এরপর? ভেলকির এই হারিয়ে যাওয়াই কি আবার এক পথে হাজির করবে ভানু আর মেঘরাজকে? নাকি গল্পে আসতে চলেছে অন্য কোনও মোড়? জানতে হলে দেখতে হবে ‘ভানুমতীর খেল’।
ওদিকে বকুলের জীবনেও চলছে জোর টানাপোড়েন। হেড কনস্টেবল-এর পরীক্ষায় বসতে চলেছে বকুল। বাড়ির সকলের এই নিয়ে উৎসাহের শেষ নেই। সকলেই বকুলকে উৎসাহ জোগাচ্ছে এই পরীক্ষায় বসার জন্য। কিন্তু রজতাভ রক্ষিত কি বকুলকে হতে দেবে হেড কনস্টেবল? তা হলে তো তাকেই সবার আগে শ্রী ঘরে পাঠাবেন বকুল মস্তান। আর তাই সে বকুলকে জব্দ করার জন্য ফের নতুন গুটি সাজাতে শুরু করেছে। বকুল কি আদৌ পারবে পরীক্ষায় বসতে? জানতে হলে এই সপ্তাহের একটি পর্বও মিস করলে চলবে না।
দুই ধারাবাহিকেই এই সপ্তাহে লুকিয়ে আছে অন্য চমক।
‘বকুল কথা’ দেখুন প্রতিদিন রাত ৯ টায়, ‘ভানুমতীর খেল’ দেখুন সোম থেকে শুক্র রাত সাড়ে ১০ টায় জি বাংলায়।