মেট্রোতে দু'টি নতুন রেক

মেট্রো দুর্ভোগ এখন কলকাতার নিত্যদিনের রুটিন হয়ে গেছে। সম্প্রতি এই দুর্ভোগের হাত থেকে শহরের যাত্রীদের নিস্তার দেওয়ার উদ্দেশ্যে অতিরিক্ত এসি রেক আনানো হয়েছে চেন্নাই থেকে। সেগুলি বেশ কিছুদিন ট্রায়াল রান-এর পর এবং বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার পর, অবশেষে বুধবার এবং বৃহস্পতিবার যাত্রী পরিবহনে নামল। মেট্রো রেলসূত্রে খবর, রেল বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর গত বুধবার সন্ধ্যায় একটি নতুন এসি রেককে চালানো হয় এবং বৃহস্পপতিবার আর একটি নতুন রেক চালানো হয় যাত্রী বহনের কাজে। নতুন রেক চালু হলেও পুরোনো এসি রেকগুলি একটাও বাতিল হচ্ছে না বলে জানানো হয়েছে মেট্রো রেলের তরফে। আপাতত বাড়ছেনা কাজের দিনের ট্রেনের সংখ্যাও। তবে বর্তমানে যে এসি রেকগুলো চলছে, সেগুলির তুলনায় নতুন রেকগুলি যথেষ্ট উন্নতমানের। নতুন করে নামা দু'টি রেক বাদ দিলে বর্তমানে মেট্রোতে ১৪টি এসি এবং ১৩টি নন এসি রেক চলে।

২০১৩ সালের এপ্রিল মাসে শেষ এসি ট্রেন চালু হয়েছিল। এসপ্ল্যানেড চত্ত্বরে শিয়ালদহমুখী ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল কাটার সময় থেকেই ২৮৪টি ট্রেন চালানো হচ্ছে মেট্রোতে। তার আগে রোজ ৩০০ টি করে ট্রেন চলত, যা এই মুহূর্তে আবার চালু না হলেও কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাবে। তবে ১৩ টি নন এসি রেকের মধ্যে ৬টি রেকের ইতিমধ্যেই কোডাল লাইফ শেষ হয়ে গিয়েছে। এই নন এসি রেকগুলি আস্তে আস্তে তুলে দেওয়া হবে বলেই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কারন বর্তমানে যে রেকগুলি চলছে, তার থেকে নতুন রেকগুলি উন্নতমানের। যেখানে বর্তমানের রেকগুলিতে দু’টি করে টকব্যাক ইউনিট রয়েছে, সেখানে চেন্নাই থেকে আসা রেকগুলিতে চার’টি করে টকব্যাক ইউনিট বর্তমান। এখনকার রেকগুলিতে যেখানে সর্বাধিক ২৭০০ যাত্রী চড়তে পারেন, সেখানে নতুন রেকে ৩০০০ জন যাত্রী চড়তে পারবেন। আপাতত দুটি রেক চালু হলেও নোয়াপাড়ার কারশেডে রাখা বাকি আরও তিনটি রেক খুব শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...