কলকাতার বুকে যানজট নিত্যদিনের ঘটনা। মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর রাস্তায় বেরোনো যথেষ্ট কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল শহরবাসীর কাছে। বিশেষ করে বেহালাবাসীরা ঘোরতর সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তড়িঘড়ি বেইলি ব্রিজ তৈরী করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কিন্তু এরপরেও পুরোপুরি যানজটমুক্ত শহর গড়ে তোলা সম্ভব হয়নি। শহরের যানজট সামাল দিতে নাভিশ্বাস উঠেছে পুলিশেরও।
কলকাতার এই চিরাচরিত যানজট কমাতে এবার দক্ষিণ কলকাতার বুকে দুটি নতুন উড়ালপুল গড়ে তোলার কথা ভাবছে রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুটি উড়ালপুলের মধ্যে একটি হবে আলিপুরে 'সৌজন্য'-র সামনে থেকে বালিগঞ্জ ফাঁড়ির মধ্যে এবং অপরটি হবে আলিপুর চিড়িয়াখানা এবং টালিগঞ্জের মধ্যে। ইতিমধ্যে উড়ালপুর তৈরির জন্য পূর্ত দফতরের পক্ষ থেকে টেন্ডার ডাকা হয়েছে। মাঝেরহাট ঘটনার পর আর কোনোরকম ঝুঁকি নিতে নারাজ সরকার। তাই উড়ালপুল নির্মাণকারী সংস্থাদের বলা হয়েছে সবার প্রথমে সেই এলাকা যেন তারা সরেজমিনে পরীক্ষানিরীক্ষা করে। পরীক্ষায় পাশ করার পরই সবুজ সংকেত দেবে রাজ্য সরকার। একমাসের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছে সরকার।
রিপোর্ট প্রকাশের পর সরকারের সম্মতিপত্র মেলার পরই কাজ শুরু হবে এই দুই উড়ালপুল তৈরির। দুই বছরের মধ্যে এই উড়ালপুলের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সরকার। যে নির্মাণকারী সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হবে ব্রিজ নির্মাণের তারাই ব্রিজগুলি রক্ষনাবেক্ষনের দায়িত্ব নেবেন বলে জানা গেছে।
পূর্ত দফতরের থেকে জানা গেছে, 'সৌজন্য' থেকে বালিগঞ্জ ফাঁড়ির দিকে যে ব্রিজটি যাবে তার একটি অংশ নামবে আলিপুর জাতীয় গ্রন্থাগারের কাছে। দেশপ্রিয় পার্ক হয়ে শরৎ বোস রোডের উপরেও একটি অংশ নামার কথা আছে। দ্বিতীয় সেতু যেটি টালিগঞ্জের দিকে যাবে সেটি টালি নালার উপর দিয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে।