পুজোর আগেই খুলে যাচ্ছে টালি খালের উপর দুটো সেতু

দক্ষিণ কলকাতার মানুষের জন্য পুজোর আগেই খুলে যেতে পারে প্রিন্স আনোয়ার শাহ রোড এবং করুণাময়ী এলাকায় টালি খালের উপর দুটি সেতু। এর ফলে বেহালা, টালিগঞ্জ, করুণাময়ী ও হরিদেবপুর এলাকার মানুষ যানজটের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেনা। টালি নালার উপর দিয়ে তৈরি হয়েছে এই দুটি সেতু। পুজোর আগে দুটো সেতুই খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে নগরোন্নয়ন দপ্তর

                  মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর বিকল্প হিসাবে নগরোন্নয়ন দপ্তর আনোয়ার শাহ রোড এবং করুণাময়ী এলাকায় টালি নালার উপর আলাদা করে দু’টি সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। বুধবার পুলিশ কমিশনার অনুজ শর্মা ও কলকাতার শীর্ষ পুলিশ কর্তারা সেতু দুটি পর্যবেক্ষণ করেছেন। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ও রাজ্য নগরোন্নয় দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, পুজোর আগেই সেতুদুটো  যানচলাচলের উপযোগী করা হবে। তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে। কিন্তু করুণাময়ী সেতুর এক প্রান্তে একটি পুরনো মন্দির থাকায় ওই প্রান্তটি সরু হয়ে গেছে। সেতু দুটি নিয়ে কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গেও কথাবার্তা হয় মেয়রের। অন্যদিকে ইজাজতুল্লা লেনের দিকটিতেও একটি পুজো হয়। তাই এখানেও কিছুটা সমস্যা রয়েছে। পুজোটি সেতুর অ্যাপ্রোচ রোডের উপর হয়। তবে মেয়র জানিয়েছেন, পুজোর জন্য অন্য জায়গা দেওয়া হবে। সম্ভবত টলি ক্লাবের জমিতেই স্থানান্তরিত করা হবে ওই পুজোটি।

                     বিষয়টি নিয়ে কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, টালি খালের উপর সেতু তৈরির কাজ কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে। কিন্তু অ্যাপ্রোচ রোডের কাজ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তবে এখন সেই কাজ আবার শুরু হয়ে গিয়েছে। এই গতিতে কাজ চললে পুজোর আগেই কাজ শেষ হয়ে যাবে। তারপর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সেতু দুটি। তবে গাড়ি চলাচলের জন্য টলি ক্লাবের পাঁচিল ভেঙে একটু পিছিয়ে দিলে রাস্তাটা আর একটু চওড়া হতে পারে। টলি ক্লাব পাঁচিল সরিয়ে নিতে কোনও আপত্তি করেনি বলেই জানা গাছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...