আমেরিকার অলিম্পিয়ার কাছে রয়েছে একটি ওয়াটার পার্ক| তাতে স্বাভাবিকভাবেই রয়েছে বেশকিছু ছোট একটি নৌকা| আর সেই ছোট একটি নৌকাতেই হাতধরাধরি করে উঠে পড়ল দুটি সি-লায়ন, খাঁটি বাংলায় যাকে বলে শীল মাছ| বৃহৎ আকারের দুটি শীলমাছ নৌকায় উঠে পড়ার ছবি স্বাভাবিকভাবেই ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে|
শীলমাছের নৌকা বিহারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জোশ ফিলিপস| তিনি ওয়াসিংটন ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস-এ ইন্টার্ন হিসেবে কর্মরত| জানা গেছে, ওই সংস্থার ট্যুইটার থেকে শীলমাছ যুগলের নৌকাবিহারের ছবি পোস্ট করা হয়| পোস্টটি থেকে বোঝা যাচ্ছে, বিশালাকার এই প্রাণীর ওজনের ভারে নৌকার একদিক প্রায় ডুবতেই বসেছে| যখন তখন সেই নৌকার সলিল সমাধি হতে চলেছে|জানা গেছে, অত্যন্ত বেশি বারের ফলে নৌকাটি টলমল করলেও তা শেষমেষ ডুবে যায়নি|
Near, far, wherever you are, make sure your boats are secured before winter storms (or pinniped pirates) start rolling in.
— Washington State Dept. of Natural Resources (@waDNR) December 19, 2019
📹 Thanks to former DNR intern Josh Phillips for this incredible video from Eld Inlet. pic.twitter.com/QQqAokc1Z4