৩ কোটিতে ভ্যান গঘের ছবি

বেলজিয়াম সিটির এক নিলামে বিখ্যাত ডাচ শিল্পী ভি্নসেন্ট ভ্যান গঘের আঁকা দুটি ছবি বিক্রি হল ৩ কোটি টাকায়। সাদা ক্যানভাসে ওয়াটার কালারে আঁকা বেগুনি রঙের ফুল।

 প্যারিসের ইম্প্রেশনিস্ট এবং পোস্ট ইম্প্রেশনিস্ট আন্দোলনের দ্বারা প্রভাবিত ছবি। ১৮৮৩ সালে এঁকে ছিলেন। আধুনিক চিত্রকলায় ইম্প্রেশনিস্ট ঘরানার শিল্পদের মধ্যে ভ্যান গঘ অন্যতম।

এই নিলামে তাঁর আরও ১২ টি ছবি নিলাম হয়েছে। আর্থিক মূল্য ৩০ মিলিয়ন ডলারেরও বেশি।   ছবির সংগ্রাহকদের নাম প্রকাশ করা হয়নি। তবে তাঁরা জানিয়েছেন, ছবি যাতে বেলজিয়ামের মাটিতেই থাকে তার জন্য বিপুল অঙ্কে ছবিগুলি কিনেছেন তাঁরা।

 পৃথিবীর সর্বকালের সেরা চিত্র শিল্পীর প্রায় ২,০০০ কাজ রয়েছে। তার মধ্যে  ৯০০ টি পেইন্টিং

জীবদ্দশায় তাঁর ছবির যথার্থ মূল্যায়ন হয়নি। মৃত্যুর পর তিনি তারকার খ্যাতি পান। এখন তাঁর ছবি দুর্মূল্য। কিন্তু চরম দারিদ্র, অর্থ কষ্টে জীবন কাটাতে হয়েছে।

এই বছর জুলাইতেই তাঁর ছবির আরও একটি নিলাম অনুষ্ঠিত হয়। রের্কড অঙ্কে বিক্রি হয় ভ্যান গঘের ছবি।

 রঙের ব্যবহার, ছবির বিষয়, গভীরতা, তুলির স্ট্রোক সব মিলিয়ে তাঁর ছবি মানুষকে চুম্বকের মতো টানে। ভ্যান গঘের ছবির বিশেষত্ব হলুদ রঙের ব্যবহার।ছবির অন্তর্নিহিত বিষাদ, একাকিত্ব, প্যাশন এক অন্য ভাবনার জগতে নিয়ে যায়।

শিল্প জীবনের দুঃখ কষ্ট বেদনাকে ক্যানভাসে ধরে রেখেছিলেন ভিনসেন্ট । ক্যানভাস যাপনের মাধ্যমে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন প্রটিটা বিচ্ছেদ, বিপন্নতা। আঘাতে আঘাতে জর্জরিত হয়েও শেষ পর্যন্ত জীবনে ফিরে আসা। ছবি আর জীবন এক হয়ে গিয়েছিল তাঁর কাছে।    

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...