সূর্যের খোঁজে পাহাড় চূড়ায় দুই বিজ্ঞানী

ভারতীয় সময় রাত ১০টা। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা আন্দিজের শৃঙ্গে আরোহন করতে চলেছেন দুই বাঙালি বিজ্ঞানী দিব্যেন্দু নন্দী এবং দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়। না পর্বতারোহণের নেশার কারণে নয়। তারা যাচ্ছেন সূর্যকে চেনার নেশায়। সাত হাজার ফুট উচ্ছতারও বেশি উচ্চতায় আরোহন করবেন তারা। সেখানে তাপমাত্রাও মানুষের পক্ষে সহ্য করা কষ্টকর। সেখানে তাপমাত্রা সবসময় শুন্যের থেকে পাঁচ ডিগ্রি নিচে অবস্থান করে থাকে। চারপাশ বরফে ঘেরা পাহাড় আর তার একপাশে গভীর খাদ। অন্যপাশে গভীরতম মহাসাগর। এইরকম দুর্গম স্থানে বসেই সূর্যের গতিপ্রকৃতি নজরে রাখবেন এই দুই বাঙালি।কিন্তু কেন?

আজ সূর্যগ্রহণ। আর সূর্যগ্রহণে সূর্য সম্পূর্ণ ঢাকা পড়ে গেলে তা হয়, তার হাবভাবই বা কেমন হয় তা দেখার ইচ্ছে নিয়েই আন্দিজের মাথায় চড়বেন এই দুইজন। এর আগে সূর্যের এইসময়ের বর্ণনা নিয়ে কম্পিউটারে দু একটি ছবি আঁকা হয়েছে। দুটি মডেলও ইতিমধ্যেই বানানো হয়ে গেছে। সেই মডেল দুটি ঠিক কিনা তা খতিয়ে দেখাই মূল উদ্দেশ্য এই দুই বিজ্ঞানীর। জানা গেছে, সূর্যের আংশিক গ্রাস শুরু হবে রাত ১০টা ২৫ মিনিটে। আংশিক গ্রাস শেষ হবে রাত ৩টে ১৪ মিনিটে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রথম শুরু হতে দেখা যাবে রাত ১১টা ৩২ মিনিটে এবং শেষ হতে দেখা যাবে রাত ২টো ২১ মিনিটে। জানা গেছে, পৃথিবীতে এই সম্পূর্ণ গ্রহণের ঘটনাটি প্রত্যক্ষ করা যাবে মোট ৭ মিনিট ৩১ সেকেন্ড ধরে। শুধু পূর্ণগ্রাস গ্রহণই দেখা যাবে ৪ মিনিটের অধিক সময় ধরে। জানা গেছে, এইবার সম্পূর্ণ দৈর্ঘ্যের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে প্রশান্ত মহাসাগরের উপরেই।

গ্রহণের সময় সূর্যের অবস্থান সংক্রান্ত যে মডেল ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে তার সাথে সেই সময় তোলা ছবি যদি মাইল যায় তাহলেই কেল্লাফতে। এর ফলে মহাজাগতিক অনেককিছুই বিজ্ঞানীদের সামনে অনেকটা পরিষ্কারভাবে ধরা দেবে।ঠিক কোন সময় সৌর হামলা হতে পারে তাও জানা যাবে এই গবেষণা সফল হলে।আগামী ১২ বছরের মধ্যে ঠিক কোন সময় সৌর হামলা হতে পারে এবং সেই সময় বিদ্যুৎ পরিষেবা বা টেলিফোন পরিষেবা যাতে বিপর্যস্ত না হয়ে পড়ে তার দিকে বিশেষ খেয়াল রাখা যাবে। এই গবেষণা সফল হলে মহাকাশের আবহাওয়া নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া যাবে।

ইতিমধ্যেই গত শনিবার এই দুই বাঙালি বিজ্ঞানী আন্দিজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা জানাচ্ছেন, সূর্যের চারপাশে আবিষ্ট রয়েছে সূর্যের বায়ুমণ্ডল যার নাম 'করোনা'। এই করোনার উল্টোপ্রান্তের ছবি আমাদের চোখে কখনোই ধরা পড়ে না। এই সুযোগ একবারই আসে যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে। সময়টা আসে একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়েই। সেই হিসেবে আজই সেই মাহেন্দ্রক্ষণ যেই সময় মানবচক্ষুর সামনে উন্মোচিত হবে সূর্যের বিপরীত প্রান্ত, যেই প্রান্ত সবসময় মানুষের ধরাছোঁয়ার বাইরেই অবস্থান করে।এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবার যেই পথে যাবে তা হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে মূলত চিলি ও আর্জেন্টিনার মধ্যে দিয়ে গিয়ে পৌঁছাবে আন্দিজ পর্বতমালায়। সেই পর্বত থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আজ দেখা যেতে চলেছে।তাই এই পর্বতারোহন, জানালেন দুই বিজ্ঞানীই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...