সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে ভূষিত হতে চলেছেন সরোদ বাদক শিল্পী তেজেন্দ্র নারায়ন মজুমদার ও সন্তুর বাদক শিল্পী তরুণ ভট্টাচার্য। প্রতি বছরের মতন এই বছরেও সঙ্গীত নাটক আকাদেমি অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান হতে চলেছে। গতকাল সঙ্গীত নাটক আকাদেমি অ্যাওয়ার্ড ২০১৮-র বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হল বাংলার দুই বাদক শিল্পী তেজেন্দ্র নারায়ন মজুমদার ও তরুণ ভট্টাচার্যের নাম। সারা বছর শিল্পজগতকে যাঁরা আলোকিত করে আসছেন তাঁরাই এই পুরস্কারের ভাগীদার হয়ে ওঠেন। তবে এবারের উচ্ছ্বাসের বিষয় হল এই পুরস্কার পাবেন দুই বাঙালি যন্ত্রশিল্পী।
এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রথম আয়োজিত করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ, ১৯৫২ সালে। প্রথম অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল সংসদ ভবনে। ভারতীয় শিল্প মন্ডলীর কলা বিভাগের বিখ্যাত সব শিল্পীদের হাত ধরেই দেওয়া হয় এই পুরস্কার। রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানটি সম্পন্ন হবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সকল শিল্পীদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানিয়ে তাদের হাতে তুলে দেবেন তাম্রপত্র ও অর্থ পুরষ্কার। প্রসঙ্গত উল্লেখ্য, আকাডেমি ফেলোরা পান ৩ লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কার এবং আকাডেমি পুরস্কার প্রাপকরা পান নগদ ১ লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কার
গত ১৬ই জুলাই সাংবাদিকদের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়। উক্ত দুই শিল্পী ছড়াও নাম আসে আরো ৪৪ জন শিল্পীর। আকাদেমি ফেলোয় যতীন গোস্বামী, জাকির হুসেন, কে.কল্যান সুন্দরম পিল্লাই, সোনাল মানসিং-এর নাম উল্ল্যেখ করা হয়।
এই বছরেই সকল শিল্পীদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। আরও যে সকল বিভাগের শিল্পীদের নাম উল্লেখ করা হয় তাদের মধ্যে নৃত্য বিভাগ থেকে ইশিরা, লক্ষ্মী দেবী, পাশুমূর্তি রামালিঙ্গা, রাধা সিধার ও মৌলিক শাহ। পারফরমিং আর্টস থেকে দিওয়ান সিং বাজেলি ও পুরু ঢাডিজ। এছাড়াও যে ১০ জনের নাম বিভিন্ন রাজ্যের কলা বিভাগ থেকে মনোনীত হয় তাঁরা হলেন নরেন্দ্র সিং, সাদিক ভগদ, গাজি খান বার্ণা ও প্রমুখরা। নাট্য বিভাগ থেকে এই পুরস্কারের স্থান দখল করেন এস. রঘুনন্দন, রাজীব নায়ক, সুহাস যোশী ও সঞ্জয় উপাধ্যায়।