করোনা ভাইরাস মোকাবিলায় নিজের সম্পত্তির ২৮ শতাংশ অনুদান হিসেবে ব্যয় করার কথা ঘোষণা করলেন টুইটার ও পেমেন্ট অ্যাপ স্কয়ারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি।
এক টুইটে জ্যাক ডর্সি এই তথ্য জানিয়েছেন। তিনি বর্তমানে টুইটার এবং স্কয়ার উভয় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
ডরসি লিখেছেন, করোনা সংকটে সকলের এগিয়ে আসা জরুরি। এই অর্থ অনুদান নির্দিষ্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে প্রদান করবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাউরাসের প্রকোপ ভয়াবহ আকার নিয়েছে। বিভিন্ন ব্যক্তিত্বরা এগিয়ে আসছেন সাহায্যের জন্য। মাইক্রোসফট চেয়ারম্যান বিল গেটসও বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।