ইন্দো-বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে বাংলা ছবি ‘তুই আমার রানি’। আরও একটি জবর খবর আছে এই ছবির সূত্র ধরে। বড় পর্দায় ডেবিউ করছেন ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকের মেঘরাজ অর্থাৎ রুবেল দাস।
‘তুই আমার রানি’র গল্প আবর্তিত হয়েছে বাল্য বিবাহের মতো একটি জ্বলন্ত সামাজিক সমস্যাকে কেন্দ্রে রেখে। ইতিহাসের ঘটনাবলী মাথায় রেখেই মূলত তৈরি হচ্ছে এই ছবি। সময় এগিয়েছে অনেক। তবু এক শ্রেণীর মানুষের মন-মানসিকতা আজও পড়ে আছে সেই অষ্টাদশ শতাব্দীর দোড়গোড়ায়। যাকে সমূলে উৎখাত করা দরকার অচিরেই। মূলত এই বার্তাই থাকবে ছবিতে। পাশাপাশি একজন মেয়ে সারাজীবনই তার বাবার কাছে রানির আসনে থাকেন- এই বিষয়টিও তুলে ধরা হবে ‘তুই আমার রানি’ ছবিটিতে। ছবির গল্পের জল এই সূত্র ধরে কোথা থেকে কোথায় গড়াবে তা জানতে হলে দেখতে হবে ছবিটি।
ছবির পরিচালক পীযূষ সাহা। পরিচালক হিসেবে তিনি নতুন নন। এর আগে শত্রুর মোকাবিলা, কর্তব্য, তুলকালাম, বাজিমাত, কেল্লাফতে, রাজু আঙ্কল-এর নির্মাতা তিনিই। আর এবার একেবারে সিরিয়াস একটি ইস্যুকে নিয়ে জার্নি শুরু করেছেন তিনি। ছবিতে রুবেল দাস ছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের মিষ্টি জন্নত, রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত সহ আরও অনেকে।
বাল্য বিবাহের মতো অত্যন্ত গুরুগম্ভীর একটি বিষয় নিয়ে এই ছবি তৈরি হলেও এর ভিতরে থাকছে সাসপেন্স, রোম্যান্স, অ্যাকশন, ড্রামা তৎসহ সোশ্যাল মেসেজ। ছবির সঙ্গীত পরিচালনার দিকটি সামলাচ্ছেন ইন্দ্র। প্রসঙ্গত, সঙ্গীত পরিচালক হিসেবে ইন্দ্রর প্রথম কাজ পীযূষ সাহা পরিচালিত ছবি ‘বেপরোয়া’তে। ছবির জন্য গান গাইছেন রাজ বর্মণ, পোর্শিয়া সেন, জুয়েল মুখোপাধ্যায়, অরিত্র বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, হায়দ্রাবাদ এবং বাংলাদেশে জোরকদমে চলছে ছবির শুটিং। ছবির মুক্তির দিন ঠিক হয়নি এখনও।