সবে শেষ হয়েছে দীপাবলির উৎসব। কিন্তু আলোর রোশনাই বন্ধ হলেও বিনোদনের খামতি নেই কোথাও। তাই এই সপ্তাহেও টেলিভিশনের মেগা সিরিয়ালে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। চলুন জেনে নেওয়া যাক, এই সপ্তাহে বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় কোন সিরিয়াল কত নম্বর স্থানে জায়গা করে নিল।
এই সপ্তাহের টিআরপি তালিকাতে জায়গা করে নিয়েছে পুরাতন ধারাবাহিকগুলোই। যে সিরিয়ালের স্লট নিয়ে এত টানাটানি, সেই ধারাবাহিকই ছিনিয়ে নিয়েছে সেরার সেরা তকমা৷
এই সপ্তাহে প্রথম স্থানে যৌথভাবে রয়েছে, জি বাংলার সিরিয়াল নিম ফুলের মধু ও ফুলকি। জি বাংলার নিম ফুলের মধু, ফুলকি বিগত কিছু সপ্তাহ ধরেই সেরার তালিকায় প্রথমে থাকে। এইবারেও তার ব্যতিক্রম হলো না। এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক গীতা এলএলবি। এরপর তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে জি বাংলার সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে ও জগদ্ধাত্রী। একটু পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে শুভ বিবাহ। তবে ষষ্ঠ স্থানে মোট চারটি মেগা রয়েছে। সেগুলি হল অনুরাগের ছোঁয়া, আনন্দী, তেঁতুলপাতা, হরগৌরী পাইস হোটেল। পঞ্চমে যৌথভাবে রয়েছে উড়ান ও রোশনাই। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের সেরা দশটি মেগার রেটিং-
এক নজরে সেরা ১০-এর তালিকা:
১। ফুলকি-নিম ফুলের মধু- ৭.৭
২। গীতা এলএলবি-কথা- ৭.১
৩। কোন গোপনে মন ভেসেছে -জগদ্ধাত্রী-৬.৯
৪। শুভ বিবাহ -৬.১
৫। উড়ান-রোশনাই-৫.৯
৬। অনুরাগের ছোঁয়া-আনন্দী- তেঁতুলপাতা- হরগৌরী পাইস হোটেল- ৫.৭
৭। ডায়মন্ড দিদি জিন্দাবাদ-রাঙ্গামতি তীরন্দাজ- ৫.৬
৮। পুবের ময়না-মিঠিঝোরা – ৪.৫
৯। দুই শালিক – ৪.০
১০। মালাবদল- ৩.২