TRP List of Bengali Serials: বাংলা সিরিয়ালের নতুন টিআরপি তালিকায় নতুন মেগা। প্রথম কে হল?

সিরিয়াল বিনোদনের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মানুষের কাছে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলেই টিভি, ফোন ইত্যাদি নানান মাধ্যমের সামনে সিরিয়াল দেখতে বসে পড়েন সিরিয়ালপ্রেমী মানুষরা। কিন্তু কত সংখ্যক মানুষ একটি সিরিয়াল দেখছেন তার উপর নির্ভর করে প্রতি সপ্তাহে চলে প্রতিযোগিতা। চলুন জেনে নেওয়া যাক, এই সপ্তাহে বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় কোন সিরিয়াল কত নম্বর স্থানে জায়গা করে নিল।

হাইলাইটস:

১।দ্বিতীয় স্থানে সেরা নতুন সিরিয়াল?

২। প্রথম হল কে?

৩। সিরিয়ালের টি.আর.পি কত?

এই সপ্তাহে প্রথম স্থানে যৌথভাবে রয়েছে, জি বাংলার সিরিয়াল নিম ফুলের মধু ও ফুলকি। জি বাংলার জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, ফুলকি -এই সিরিয়ালগুলি বরাবরই প্রথম তালিকায় থাকে। এইবারেও তার ব্যতিক্রম হলো না। এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসা নতুন সিরিয়াল, শুভ বিবাহ। রাত ন-টায় স্লটে এই সিরিয়াল দর্শকরা দেখতে পায়। এই সপ্তায় তেজ এবং সুধার বিবাহ বাসরে তেজ জানতে পারে যে সুধা ডিভোর্সি। এরপর কী করবে তেজ, এই ড্রামাতেই টানটান হয়েছে মেগার পর্ব।

এরপর তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসা সিরিয়াল কথা। আর চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ও রোশনাই। তবে জগদ্ধাত্রী নেমে এসেছে ষষ্ঠ স্থানে এবং অনুরাগের ছোঁয়ার সাথে সে জায়গা ভাগ করে নিয়েছে। পঞ্চমে রয়েছে উড়ান। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের সেরা দশটি মেগার রেটিং -

এক নজরে সেরা ১০-এর তালিকা:

প্রথম- নিম ফুলের মধু/ ফুলকি (৭.১)

দ্বিতীয়- শুভ বিবাহ (৬.৭)

তৃতীয়- কথা (৬.৩)

চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে/ রোশনাই (৬.২)

পঞ্চম- উড়ান (৬.১)

ষষ্ঠ-  অনুরাগের ছোঁয়া/ জগদ্ধাত্রী (৫.৯)

সপ্তম- গীতা এলএলবি (৫.৭)

অষ্টম- বধুয়াঁ (৫.৩)

নবম- হর গৌরী পাইস হোটেল/ মিঠিঝোরা * (৪.৭)

দশম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৪.৫)

                (* ৪৫ মিনিটের পর্ব)

এটা শেয়ার করতে পারো

...

Loading...