বৃহস্পতিবার এলেই টিআরপি তালিকায় নজর থাকে সিরিয়ালপ্রেমী দর্শকদের। মূলত স্টার জলসা ও জি বাংলা চ্যানেলের সিরিয়ালগুলোই এই তালিকার সেরা ১০ এর তালিকায় থাকে। এবার দেখা যাক, এই সপ্তাহের লিস্টে কোন সিরিয়াল কত নম্বর স্থান অধিকার করল।
হাইলাইটসঃ
১। প্রথম স্থানে রয়েছে স্টার জলসার সিরিয়াল ‘কথা’
২। প্রাপ্ত রেটিং ৭.২
৩। দ্বিতীয় স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে
এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কথা’। এই সিরিয়ালের প্রাপ্ত রেটিং ৭.২। এরপরে রয়েছে জি বাংলার সিরিয়াল ‘কোন গোপনে মন ভেসেছে’। প্রাপ্ত নম্বর ৭.১। এরপর তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘গীতা এলএলবি’ ও জি বাংলার ‘পরিণীতা’। এই দুই সিরিয়ালের রেটিং ৭.০। এই মাসের ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘পরিণীতা’। কিন্তু ইতিমধ্যেই টিআরপি রেটিং লিস্টে তৃতীয় স্থান অধিকার করে আছে।
এরপর চতুর্থস্থানে রয়েছে তিনটি ধারাবাহিক। ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’ ও ‘উড়ান’ সিরিয়াল। এই ধারাবাহিক তিনটির প্রাপ্ত নম্বর ৬.৯। পঞ্চমস্থানে রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। এই সিরিয়াল পেয়েছে ৬.৬ রেটিং।
চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকাঃ
কথা - ৭.২ (প্রথম)
কোন গোপনে মন ভেসেছে - ৭.১ (দ্বিতীয়)
গীতা এলএলবি, পরিণীতা- ৭.০ (তৃতীয়)
জগদ্ধাত্রী, ফুলকি, উড়ান - ৬.৯ (চতুর্থ)
রাঙামতি তীরন্দাজ -৬.৬ (পঞ্চম)
আনন্দী- ৬.৪ (ষষ্ঠ)
তেঁতুলপাতা, রোশনাই- ৬.২ (সপ্তম)
শুভ বিবাহ- ৬.০ (অষ্টম)
মিত্তির বাড়ি- ৫.৬ (নবম)
অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল- ৫.৫ (দশম)