লক্ষ্মীবার আসলেই সিরিয়ালপ্রেমীদের চোখ থাকে সাপ্তাহিক টিআরপি লিস্টের দিকে। প্রতি সপ্তাহে কোন ধারাবাহিকের মাথায় মুকুট উঠবে, এটার দিকেই মুখিয়ে থাকে সকলে। বর্তমানে বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে। কেউ কোনও জায়গা ছড়তেই চাইছেন না। একবার ধরলে সেই জায়গা আঁকড়ে ধরে রয়েছে সে। ফলে, প্রতি সপ্তাহতেই চমক থাকছে অনুরাগীদের জন্য।
তবে, বেশকিছু সপ্তাহ বাড়িতে বাড়িতে সিরিয়াল চলছে কম। টিআরপি থাকে অনেকটাই কম। কারণ দুটো। একটা হল ভোট এবং দ্বিতীয়টি হল আইপিএল। সব মিলিয়ে বেশ অনেকটাই কম রয়েছে সিরিয়ালের টিআরপি। দেখা গিয়েছে বেশ কিছু সপ্তাহ ধরে শীর্ষে রয়েছে ফুলকি। চলতি সপ্তাহে কী হতে চলেছে? প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের টিআরপি লিস্ট। এই লিস্ট দেখলে দর্শকদের চোখ কপালে উঠবে, এটা নিশ্চিত। সকলের জন্য রইল জোড়া চমক।
দেখা গিয়েছে এবারে অন্তঃসত্ত্বা হওয়ার পরও শীর্ষে পৌঁছতে পারল না ‘জগদ্বাত্রী’। সেভাবে মন জয় করতে পারল না জগদ্বাত্রী- স্বয়ংভু জুটি। সকলকে পেছনে ফেলে এবারেও সেরার সেরা মুকুট ‘নিল ফুলের মধু’ এবং ‘ফুলকি’।
চলতি সপ্তাহের টিআরপি-তে যৌথভাবে সেরার সেরা হয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ ও ‘ফুলকি’৷ প্রথম স্থান অর্জন করে তাঁরা পেয়েছে ৭. ৭ নম্বর। এরপর ৭.২ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ৷ তৃতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’৷ পেয়েছে ৬.৯ । ৬.৩ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘গীতা LLB’৷ ৬.০ নম্বর নিয়ে পঞ্চম স্থান পেয়েছে ধারাবাহিক ‘কথা’ ৷
এই সপ্তাহে ভক্তদের টানটান উত্তেজনার সাথে জোর টক্কর চালিয়ে মনজয় করেছে এই সিরিয়ালগুলি। পরের সপ্তাহেতেও কী সেরার সেরা হয়ে থাকতে পারবে এই সিরিয়ালগুলি, মুখিয়ে রয়েছে দর্শকেরা।
এবার, এক ঝলকে দেখে নিন, এই সপ্তাহে কোন ধারাবাহিক থাকল সেরা ১০ টিআরপি-র তালিকায়।
- নিম ফুলের মধু-ফুলকি এবং ফুলকি – ৭.৭ (প্রথম)
- জগদ্ধাত্রী- ৭.২ (দ্বিতীয়)
- কোন গোপনে মন ভেসেছে- ৬.৯ (তৃতীয়)
- গীতা LLB-৬.৩ (চতুর্থ)
- কথা-৬.০ (পঞ্চম)
- জল থই থই ভালোবাসা – ৫.১ (ষষ্ঠ)
- বঁধুয়া- ৫.০ (সপ্তম)
- অনুরাগের ছোঁয়া এবং আলোর কোলে-৪.৮ (অষ্টম)
- অষ্টমী-৪.৬ (নবম)
- কার কাছে কই মনের কথা-৪.২ (দশম)