সপ্তাহ শেষে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় নজর থাকে সবার। বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে কোন সিরিয়াল বাজিমাত করবে এই থাকে চর্চার বিষয়। এই দৌড়ে জি বাংলা এবং স্টার জলসার সিরিয়ালগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে গোটা সপ্তাহ জুড়ে। এই সপ্তাহে কোন বাংলা ধারাবাহিক সবচেয়ে বেশী রেটিং পেল, আর কোন সিরিয়াল ছিটকে গেল দৌড় থেকে, জেনে নিন তালিকা।
হাইলাইটসঃ
১। এই সপ্তাহে প্রথম স্থানে ‘গীতা এলএলবি’
২। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯
৩। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’
এই সপ্তাহে জি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’ হারিয়ে প্রথম স্থান অধিকার করেছে স্টার জলসার ‘গীতা এলএলবি’। এই বছরের শুরু থেকেই এই সিরিয়াল রেটিং লিস্টে প্রথম পাঁচের মধ্যে রয়েছে। অ্যাডভোকেট গীতার শত্রু দমনের নীতিতে মজে আছে বাঙালি সিরিয়ালপ্রেমী দর্শক। রেটিং চার্টে ‘গীতা এলএলবি’ পেয়েছে ৭.৯ নম্বর। এরপর দ্বিতীয় স্থানে বাজিমাত করেছে জি বাংলা নতুন ধারাবাহিক ‘পরিণীতা’। শুরু থেকেই এই সিরিয়াল রেটিং লিস্টে নিজের জায়গা পাকা করে নিয়েছে। রায়ান ও পারুলের খুনসুটি পছন্দ করছে দর্শকরা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৮।
এরপর একটু পিছিয়ে তৃতীয় হয়েছে জি বাংলার ‘ফুলকি’। রেটিং ৭.৭। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’। মোট ৭.৩ নম্বর পেয়েছে এই সিরিয়াল। এরপর ৭.২ নম্বর নিয়ে পঞ্চম স্থান অধিকার করেছে ‘জগদ্ধাত্রী’।
চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকাঃ
গীতা এলএলবি- ৭.৯ (প্রথম)
পরিণীতা- ৭.৮ (দ্বিতীয়)
ফুলকি- ৭.৭ (তৃতীয়)
কথা- ৭.৩ (চতুর্থ)
জগদ্ধাত্রী -৭.২ (পঞ্চম)
উড়ান- ৬.৯ (ষষ্ঠ)
রাঙামতি তীরন্দাজ-কোন গোপনে মন ভেসেছে- ৬.৭ (সপ্তম)
গৃহপ্রবেশ- ৬.৩ (অষ্টম)
শুভ বিবাহ- ৫.৮ (নবম)
তেঁতুলপাতা- ৫.৬ (দশম)