রোগীকে হাসপাতালে নিয়ে গেছেন। কিন্তু খুঁজে পাচ্ছেন না ট্রলি। আর খুঁজেও পাচ্ছেন না হুইল চেয়ার। ঠিক এই ধরনের পরিস্থিতিতে সরকারি হাসপাতালে বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় হয়ে ওঠে দালালচক্র। টাকার বিনিময়ে ট্রলি পেতে হয়। বিভিন্ন সময়ে এই ধরনের অভিযোগ উঠে থাকে ওই চক্রের বিরুদ্ধে। তাই এবার এই ধরনের পরিস্থিতির অবসানের লক্ষ্যে নীলরতন মেডিক্যাল কলেজ (এনআরএস)। এবার ট্রলি বুথের পরিষেবা চালু করল 'এনআরএস' মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। আর ট্রলি পরিষেবার পাশাপাশি এই বুথে হুইল চেয়ারও রাখা হয়েছে। সূত্রের খবর, গতকাল এই বিশেষ পরিষেবার উদ্বোধন করে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এমার্জেন্সি বিভাগের উল্টোদিকে চালু করা হয়েছে এই পরিষেবা। আরও জানা যায় যে, এই পরিষেবা ২৪ ঘণ্টার জন্য চালু থাকবে। এই বিশেষ বিষয়ে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল সৌরভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যে সমস্ত রোগীরা এমারজেন্সিতে আসেন, সেই রোগীদের ট্রলি পেতে যাতে সমস্যা না হয়, সেই বিষয়ের কথা মাথায় রেখে এই ট্রলি বুথ চালু করা হয়েছে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, এমারজেন্সিতে রোগীর চিকিৎসা হোক অথবা সেখান থেকে সিটি স্ক্যান, 'এমআরআই' করাতে রোগীদের নিয়ে যাওয়া হোক। এ সবের জন্যেও এই পরিষেবার মাধ্যমে সুবিধা মিলবে রোগীদের। তবে ঠিক কি ভাবে এই পরিষেবা পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক
এই বিশেষ ট্রলি বুথে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। কোনও রোগীর জন্য ট্রলি অথবা হুইল চেয়ার নিতে হলে প্রথমে সেখানে তাঁর পরিজনদের নাম, ফোন নম্বর রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর ট্রলি অথবা হুইল চেয়ার দেওয়া হবে রোগীদের। রোগীর পরিজনরা এই ট্রলিতে করে রোগীকে হাসপাতালের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন। তবে এই বিষয়ে জানা গিয়েছে যে, ২৪ ঘণ্টার এই পরিষেবার জন্য প্রাথমিকভাবে ২৫টি ট্রলি বরাদ্ধ করা হয়েছে। আর এর পাশাপাশি হুইল চেয়ার রাখা হয়েছে ৪টি। প্রাথমিকভাবে এই সংখ্যা বরাদ্দ করা হলেও জানা গিয়েছে প্রয়োজন অনুযায়ী আগামী দিনে ট্রলি, হুইল চেয়ারের সংখ্যা বাড়ানো হবে।