মনোজ মিশিগান পরিচালিত এবং আবির চট্টোপাধ্যায় এবং পাওলি দাম অভিনীত তৃতীয় অধ্যায় দর্শকের মনে বেশ ভাল জায়গা করে নিয়েছে। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে অনেক সপ্তাহ চলেছে এই ছবি। তিনটি বয়সের সম্পর্কের গল্প এক সুতোয় বেঁধেছেন মনোজ মিশিগান। আর তাতেই হয়েছে বাজিমাত। এবার এই ছবি নবম দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। অফিশিয়াল সিলেকশন পেয়েছে এই ছবি। পাশাপাশি ছবিটি মুক্তির আগেই ‘দাড়ভাঙ্গা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯’-এ পেয়েছে ‘বেস্ট ন্যাশনাল ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড’। সুতরাং নবম দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেওয়াটাকে মুকুটে নতুন পালক জুড়ল- এই কথাটা বলাই যায়।
প্রসঙ্গত, মনোজ মিশিগানের সঙ্গে আবির চট্টোপাধ্যায়ের এটি দ্বিতীয় ছবি। আর তার নাম ‘তৃতীয় অধ্যায়’ হওয়ায় ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে বলে জানিয়েছিলেন আবির। ওদিকে মনোজ মিশিগানের সঙ্গে এই প্রথম কাজ করলেন পাওলি দাম। কাজের অভিজ্ঞতা বেশ ভাল বলে জানিয়েছেন তিনি। আগামী দিনেও এই পরিচালকের সঙ্গে কাজ করতে রাজি আছেন আবির এবং পাওলি দুজনেই।