Have you ever considered a rod trip with your siblings? Road and siblings? It can be fun you know .
এই সংলাপটা কি ভোলা যায়? একান্তই আপনি যদি ইন্ডিয়ান ওয়েব সিরিজের শুভাকাঙ্খী না হন তাহলে কিছু করার নেই। কিন্তু হতে বেশি সময় লাগবে না। দ্রুত সন্ধান পেয়ে যাবেন। শুধু একটা ক্লিক আর একটা সার্চের অপেক্ষা। Tvf Tripling এর প্রথম সিজন প্রচুর সফল। প্রথম এপিসোড থেকেই একটি চরিত্রের ওপর আমাদের ভালোবাসা জন্মে যায়, সে হল চিত্বন। তার অনন্য কমেডি, ভিতিহীন চরিত্র ও দুর্বার স্বভাব সবার মন একেবারেই স্ক্রিনের দিকে টেনে নেয়।
সেই দুর্ধর্ষ সিজন শেষের পর যখন দ্বিতীয় সিজন রিলিজের কথা শোনা যায় তখন আপনার মতো আমিও হুট্ করে লাফিয়েছি। রিলিজ হলো আজ Tripling এর দ্বিতীয় সিজন এর সব এপিসোড।
তিন ভাইবোনের সম্পর্কেকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে সিরিজটা। দ্বিতীয় সিজন শুরু হয় chandan এর প্রতিষ্ঠিত লেখক হওয়া দিয়ে। সিজন ওয়ানের সূত্র ধরেই দুই ভায়ের আবার দেখা হয় আকস্মিকভাবে। এইবারের সিজনে সবকিছুই অন্যরকম, কিন্তু স্বাদটা যেন একই রয়ে গেছে। কাহিনী বদলে গেছে বটে কিন্তু তিন ভাইবোন সেই আবার এক আকস্মিক রোড ট্রিপের জন্য বেরিয়ে পড়েছে। আবেগ এক, উত্তেজনাও এক কিন্তু পুরো ব্যাপারটা অন্য মোড়কে।
এই সিজনের নতুন প্লট ও নতুন চরিত্র :
বেশকটা গুরুত্বপূর্ণ শহরে সিরিজটা শুট করা হয়েছে। তার মধ্যে কলকাতাও রয়েছে। বাঙালির আবেগকে অমায়িকভাবে ধরে রেখে প্লটটাকে কলকাতার মোড়কে মোড়া হয়েছে। প্লটের রহস্য উদঘাটন করে বাঙালির সত্যানেষী ব্যোমকেশ বক্সী। হ্যাঁ ঠিক, ঠিক পড়েছেন। আমাদের গোয়েন্দা থুড়ি তিনি এই শব্দটা পছন্দ করেন না।
অনেকেই মনে করে কোনো সিনেমা বা কোনো সিরিজের দ্বিতীয়ভাগ কখনও প্রথমভাগের স্বাদ আনতে পারে না, উল্টে ব্যাপারটা গুলিয়ে যায়। চিরাচরিত এই বক্তব্যকে ভেঙে গুঁড়িয়ে দিল Tripling সিজন ২|
সিরিজে মিউজিকের ব্যবহার :
প্রথম সিজনেও অনেক উদ্ভাবনী মিউজিক ব্যবহৃত হয়েছিল, রাজস্থানি সংগীতকে আধুনিকের সাথে মিশিয়ে এক অনবদ্য ট্র্যাক বানানো হয়েছিল। এইবার যেহেতু এই সিজনের বিভিন্ন এপিসোড আলাদা আলাদা শহরে শুট করা হয়েছে সেহেতু নির্দিষ্ট শহরগুলোর সংগীতের স্বাদকে একসাথে মিশিয়ে এক অনন্য 'ফিউশন' তৈরী করেছে। তাই প্রতিবারের মতো এইবারের আবহ এক চরম সীমায় পৌঁছে গেছে।
ভাইবোনের সাথে রোড ট্রিপ সত্যিই অনন্য।