বয়সকাল এক মাস গড়িয়েছে সবে। আর এর মধ্যেই গত সপ্তাহের রেটিং-এ চতুর্থ স্থান দখল করে বসে আছে ধারাবাহিক ‘ত্রিনয়নী’। বেশ ভালই জমে উঠেছে গৌরব রায়চৌধুরী আর নবাগতা শ্রুতি দাসের কেমেস্ট্রি। গৌরব বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। তোমায় আমায় মিলে, শুভদৃষ্টি সহ এক গুচ্ছ ধারাবাহিকের নাম রয়েছে তাঁর টেলি কেরিয়ারে। শ্রুতি সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই আনকোরা। তাঁদের পাশাপাশি এই ধারাবাহিকে আপাদমস্তক নেগেটিভ রোলে বাজিমাত করছেন দেবযানী চট্টোপাধ্যায়। ধারাবাহিকে নিজের প্ল্যাটিনাম লুক নিয়ে বেশ আপ্লুত অভিনেত্রী। একেবারে অন্য ধরনের একটা রোল পেয়ে নিজেকে মেলে ধরছেন তিনি।
আবার এই ধারাবাহিকের হাত ধরেই বেশ অনেকদিন পর একেবারে অন্য ইমেজে পাওয়া যাচ্ছে ঋ সেনকে। ঋ এখানে সাদামাটা, সহজ সরল প্রকৃতির ভাল বউ। শাশুড়ির ছল চাতুরি সে বেশ ভালই বুঝতে পারে। কিন্তু স্বামীর চোখরাঙ্গানিতে সে কিছুই বলে উঠতে পারে না।
প্রসঙ্গত, ধারাবাহিকের অডিশনের দিন শ্রুতিকে প্রথম দেখাতেই বাদ দিয়ে দিয়েছিলেন কাহিনিকার সাহানা দত্ত। কিন্তু তারপর আর কারোকেই ত্রিনয়নীর চরিত্রের জন্য মন ভরেনি তাঁর। ভাবলেন, শ্রুতি নামের মেয়েটিকে একেবারে না যাচিয়ে দেখেই বাড়ি পাঠিয়ে দেওয়া ঠিক হয়নি। শ্রুতির ফেসবুক প্রোফাইল দেখে চমকে ওঠেন সাহানা। দেখলেন দারুণ ফোটোজেনিক শ্রুতি। দেরি না করে একটা স্ক্রিপ্ট অভিনয়ের মতো করে বলে হোয়াটস আপে পাঠাতে বললেন শ্রুতিকে। আর তাতেই হল বাজিমাত। শ্রুতির অভিনয়ের প্রেমে পড়ে গেলেন সাহানা। ত্রিনয়নী হিসেবে নির্বাচিত হলেন শ্রুতি।
জোরকদমে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। একইসঙ্গে বাড়ছে টি আর পি। চার নম্বরে ইতিমধ্যেই পা রেখে ফেলেছে এই ধারাবাহিক। আর এই সপ্তাহে ধারাবাহিকে চলছে মহাবিবাহ সপ্তাহ। দৃপ্ত কি বিয়েটা আদৌ করবে ত্রিনয়নীকে? জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি। প্রতিদিন রাত ৮ টায়, জি বাংলায়।
তবে হ্যাঁ, একটা কথা অস্বীকার করার উপায় নেই এক নম্বরে বেশ অনেকদিন ধরেই বহাল কৃষ্ণকলি। শ্যামা আর নিখিলের আপনি-আজ্ঞে’র বৈবাহিকজীবনের প্রেমে মজেছে বাংলা টেলিভিশনের দর্শক।