প্রথমবার সাংবাদিকের চরিত্রে নতুন থ্রিলার ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী ত্রিধাকে, কে থাকবেন তাঁর বিপরীতে?

বাংলা কিংবা হিন্দি দুই ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন তিনি। কিন্তু শুধু এখানেই থেমে থাকেননি বাংলা-হিন্দির পাশে তেলেগু ছবি ও ওয়েব সিরিজেও তাঁকে কাজ করতে দেখা গিয়েছে। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'মিশর রহস্য' ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন। এরপর ধীরে ধীরে সকলের মন জয় করে নেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী।

শেষ তাঁকে প্রকাশ ঝায়ের পরিচালিত 'আশ্রম' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল। সেখানে অভিনেতা ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন ত্রিধা। এবার দীর্ঘদিন পর ফের বাংলা সিরিজে দেখা যাবে তাঁকে।

আড্ডাটাইমস ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন থ্রিলার ওয়েব সিরিজ 'সিন- হুইসপারস অফ গিল্ট’। সেখানেই ত্রিধাকে দেখা যাবে। এই প্রথম সুরিন্দর ফিল্মসের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী।

জন্মদিনের উপহার হিসেবে ওটিটি প্ল্যাটফর্মের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে ত্রিধার চরিত্রের লুক। এই সিরিজে তাঁর চরিত্রের নাম রুমি চট্টোপাধ্যায়। জানা গিয়েছে এই সিরিজে ত্রিধার বিপরীতে দেখা যাবে অভিনেতা সহিদুর রহমানকে। অন্যদিকে, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রতীক দত্ত।

অরুণাভ খাসনবিশ পরিচালিত এই থ্রিলার সিরিজটির প্রিমিয়ার হবে আগামী ডিসেম্বর মাসেই। এই ওয়েব সিরিজের গল্প তৈরি হয়েছে সমর সাকসেনা নামে এক প্রাক্তন অফিসারের জীবন নিয়ে। এই ভূমিকায় দেখা যাবে সইদুর রহমানকে। একটি দুর্ঘটনায় তোলপাড় হয়ে যায় তাঁর জীবন। জীবনে অভিশাপ নেমে আসে। থ্রিলার ছাড়াও রয়েছে রাজনৈতিক তোলপাড় ও সমাজের বিভিন্ন দিকগুলি। রুমি কি পারবে প্রেমিকের সব পাপ মুছে দিতে? একসাথে সব বাধা পেরোতে? তা জানা যাবে খুব তাড়াতাড়ি।

জানা গিয়েছে যে এই সিরিজে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে ত্রিধাকে। এই বিষয়ে এক সংবাদ মাধ্যমকে তিনি জানান যে এই চরিত্রটি তাঁর কাছে একজন দার্শনিক কবির মতো। প্রথমবার তিনি সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছে। তাঁকে দর্শকরা এখানে অনেকটা পরিণতভাবে দেখতে পাবেন। আড্ডা টাইমসের সঙ্গে তাঁর এটা প্রথম কাজ এবং এই সিরিজটা নিয়ে তাঁর খুব প্রত্যাশা রয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...