সংগীতশিল্পী রাশিদ খানকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে দেওয়া হবে গান স্যালুট, উপস্থিত অগণিত ভক্তরা

থেমে গেল সেই কণ্ঠ! প্রয়াত সংগীতশিল্পী উস্তাদ রাশিদ খান। বয়স হয়েছিল ৫৬। মঙ্গলবার বিকেলে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী।

সারারাত সেখানেই রাখা হয় তাঁর দেহ। বুধবার অর্থাৎ আজ সকাল সাড়ে ৯টায় রবীন্দ্র সদনে রাশিদের দেহ নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত তাঁর অগণিত ভক্ত।  

জানা গিয়েছে সেখানে রাজ্য সরকারের তরফ থেকে বেলা ১টা নাগাদ গান স্যালুট দেওয়া হবে । সকাল থেকেই অগণিত অনুরাগীর উপস্থিতি লক্ষ করা যায় রবীন্দ্র সদন চত্বরে। উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিশিষ্ট গায়িকা ঊষা উত্থুপ, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র-সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিরা।

WhatsApp_Image_2024-01-10_at_12.46.22-transformed

এছাড়া আরও জানা গিয়েছে যে রাশিদের দেহ রবীন্দ্র সদন থেকে প্রথমে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে । তারপর সেখানে নিয়ম-আচার পালনের পর নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে। সেখানেই হবে শিল্পীর শেষকৃত্য।

কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন সংগীতশিল্পী। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল। গত ২১ নভেম্বর তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। তারপর ২২ নভেম্বর ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। এরপর আর শেষরক্ষা করা গেল না। গতকাল বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে শিল্পী রাশিদ খান মস্তিষ্কের রক্তক্ষরণের পাশাপাশি হাসপাতালে দীর্ঘদিন থাকার দরুন নানাবিধ সংক্রমনের শিকার হন তিনি। মঙ্গলবার রক্তচাপ অত্যন্ত কমে যায় তাঁর। ওষুধের মাধ্যমেও রক্তচাপ বাড়ানো সম্ভব হয়নি।  

মঙ্গলবার বিকেলেই হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতালে দাঁড়িয়েই পরিবারের পাশে থাকার কথা জানান। এরপর রাজ্য সরকার হাজারও অনুরাগীর কথা ভেবেই  এবং পরিবারের সম্মতি নিয়ে বুধবার অর্থাৎ আজ রবীন্দ্র সদনে দেহ রাখার সিদ্ধান্ত নেন ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...