নির্মল কুমার: এক বিশেষ অভিনেতা

"ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে

এ যে বাজিকরের খেলা রে মন যার খেলা হয় সে জানে"...

শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠে একসময়ের জনপ্রিয় কমললতা ছবির এই ডুয়েট গান এখনো মানুষের মনে দোলা দিয়ে যায়। হরিসাধন দাসগুপ্ত পরিচালিত ও উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত এই হিট ছবিতে এই গানে লিপ দিয়ে উত্তম কুমারের পাশাপাশি নজর কেড়েছিলেন এক সুদর্শন যুবক - নির্মল কুমার; বাঙালি মা বোনদের খুব কাছের অভিনেতা নির্মল কুমার চক্রবর্তী। এই ছবিতে এক মুসলমান  কবি গহর গোঁসাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন নির্মল কুমার। বোষ্টমীদের আখড়ায় এই গহরের আসা নিয়ে সমাজে কম আলোড়ন ওঠে না। কমললতাকে ভালবাসত গহর কিন্তু কখনোই তার মনের কথা কমলকে সরাসরি বলতে পারেনি। তার ভালোবাসায় কখনো কোনো কালিমা স্পর্শ করে নি।

"ও মন তারই হাতের একতারা যে আমি

সে বাজালে বাজি আবার সে থামালে থামি"....

তার গানের মধ্যে দিয়েই প্রকাশ করে সে তার ভালবাসা, তার আকুতি, হাহাকার। এই চরিত্রে অভিনয় করে উত্তম কুমারকেও পিছনে ফেলে দিয়েছিলেন নির্মল কুমার। বিএফজেএ পুরস্কার পেয়েছিলেন তিনি গহর গোঁসাইয়ের চরিত্রে অভিনয় করে। তাঁর সারা অভিনয় জীবনে এত রোমান্টিক তাকে আর কোনো চরিত্রে লাগে নি। উত্তম কুমার তখন জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু উত্তমের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন নির্মল কুমার।

nirmalkumar

নির্মল কুমারের জন্ম ১৯২৮ খ্রীষ্টাব্দে, এই ডিসেম্বর মাসেই। তার সুপুরুষ, অতি ভদ্র চেহারা, লাজুক মিষ্টি স্বভাব এবং অভিনয়ে জয় করে নিয়েছিলেন বাঙালি দর্শকদের মন। কম ছবিতে অভিনয় করেননি তিনি! কোন বাঙালি দর্শক ভুলতে পারেন ছায়াসূর্য ছবির ঘেঁটুর (শর্মিলা ঠাকুর) ছোটকাকে? অথবা বিন্দুর ছেলে ছবিতে বিন্দুর স্বামীর ভূমিকায় নির্মলবাবুকে? অভিনয় করেছেন তপন সিংহ পরিচালিত একাধিক ছবিতে যাদের মধ্যে উল্লেখযোগ্য বাঞ্ছারামের বাগান, আদালত ও একটি মেয়ে, আতঙ্ক ইত্যাদি। চরিত্রাভিনেতা হিসেবেও তিনি বিশেষ একটা জায়গা করে নিয়েছিলেন। আরো কিছু উল্লেখযোগ্য ছবি হল চলাচল, লৌহকপাট, ক্ষনিকের অতিথি, মধ্যরাতের তারা এবং আরো অনেক। ঋতুপর্ণ ঘোষের দহন ছবিতে ছবিতে তাঁর অভিনয় ভোলার নয়।

বাস্তব জীবনেও তিনি অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ। বিয়ে করেন প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে। একটি পার্টিতে বিবাহ প্রস্তাব দিয়েছিলেন মাধবীকে। স্বয়ং উত্তম কুমার বরকর্তা হয়ে এসেছিলেন তাঁদের বিয়েতে। দুটি কন্যা রয়েছে তাদের।

৯২ বছরের এই নিপাট ভদ্র মানুষটি এখন আর অভিনয় করেন না। কিন্তু বাঙালি দর্শকদের মনে তিনি চিরদিন একটি বিশেষ জায়গা নিয়ে থেকে যাবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...