সরকারি বাস চালাবেন আদিবাসী মহিলারা

বর্তমানে মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর সাথে সাথে সমাজে মহিলা-মর্যাদা বৃদ্ধি পাচ্ছে ঠিকই, তবে সমাজে এখনও তিমিরে রয়েছে আদিবাসী সম্প্রদায়। বিশেষত আদিবাসী মহিলারা বহু ক্ষেত্রেই নানা সুযোগ-সুবিধা বা অধিকার থেকে বঞ্চিত। এই বিষয় গুলিতে দৃষ্টিপাত করে দেশের উন্নতির স্বার্থে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এক অভিনব পদক্ষেপ। মহারাষ্ট্রের সরকারি বাস চালানোর ভার প্রদান করা হল আদিবাসী মহিলাদের ওপর। আদিবাসী মহিলাদের অগ্রগতির কথা ভেবেই মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত।

মহারাষ্ট্রের স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর উদ্যোগে পুণে শহরে বাস চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে আদিবাসী মহিলাদের। ইতিমধ্যেই ১৬৩ জন আদিবাসী মহিলাকে বেছে নাওয়া হয়েছে এই প্রশিক্ষণের জন্য। এই প্রশিক্ষণ সূচী শেষ হলেই তারা মহারাষ্ট্রের সরকারি বাসের মহিলা চালক হিসাবে নিযুক্ত হবেন বলে জানা গিয়েছে। রাজ্যের পরিবহণ মন্ত্রী দিবাকর রাভতে এ বিষয়ে জানিয়েছেন মহিলা বাস চালকদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে সরকারের তরফ থেকে দৃষ্টিপাত করা হবে।

FotoJet (159)

পরিবহণ দফতরের উক্ত উদ্যোগটির উদ্বোধন হয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের হাত ধরে। তবে প্রাক্তন রাষ্ট্রপতি আদিবাসী মহিলা বাস চালকদের নিরাপত্তা বিষয়ে বেশ সচেতন। তাঁর মতে মহিলা বাস চালকদের যাতে বেশি দূরে পাঠানো না হয় সে বিষয়ে নজর দেওয়া। তিনি আরও বলেন যদি কোন কারণে কোথাও রাত্রিকালীন বাস পরিষেবা করতে হয় তাহলে প্রশাসনের উচিত মহিলা চালকদের জন্য উপযুক্ত নিরাপদ ব্যবস্থা করার।

শুধুমাত্র মহারাষ্ট্র সরকারই নয়, এই কাজে অংশগ্রহণ করতে পেরে বেশ খুশি আদিবাসী মহিলারাও। জীবনে আরও এগিয়ে যেতে চায় তারা। এই রকম প্রচেষ্ঠা ভারতে এই প্রথম বার করা হচ্ছে। যেহেতু আদিবাসী সম্প্রদায়ও দেশের অন্যতম একটি অঙ্গ তাই তাদের অগ্রগতি হওয়া মানেই দেশেরও উন্নতি সাধন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...