চলতি মাসেই শুরু হবে রুবি- বেলেঘাটা মেট্রো ট্রায়াল রান, কবে থেকে?

প্রায় দেড় মাস হতে চলল নিউ গড়িয়া-রুবি অংশে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। তবে, দেখা গিয়েছে যে এই মেট্রোতে তেমন বিশেষ যাত্রী হচ্ছে না। এবার এই লাইনটিকেই বেলেঘাটা পর্যন্ত পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

জানা গিয়েছে যে আগামী শনিবার অর্থাৎ ২৭ এপ্রিল থেকে বেলেঘাটা ও রুবির মধ্যে পরীক্ষামূলক দৌড় অর্থাৎ ট্রায়াল রান চালু হবে। ইতিমধ্যে এই অংশে পরিদর্শন সেরে ফেলেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। বেশ কিছু বদলের কথা জানিয়ে ছিলেন সেইসময়। এবার সবকিছু করেই পাকাপাকি ভাবে শুরু হচ্ছে সেই ট্রায়াল রান।

তবে নিউ গড়িয়া থেকে রুবি অংশে যেমন ছোটার তেমনই ছুটবে ট্রেন। মেট্রো কর্তাদের মতে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা শুরু হলে যাত্রী সংখ্যা এই লাইনে অনেকটাই বাড়বে। তাঁরা আরও জানিয়েছেন যে সেইসময় দুই মেট্রোর ব্যবধান কমার পাশাপাশি মেট্রো চলার সময় বাড়ানো হবে।

প্রায় ৩০ কিলোমিটার এই অংশের দূরত্ব। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে যে বর্তমানে মেট্রোর ট্রায়াল রান, সিগন্যাল-সহ বিভিন্নরকম সুরক্ষা সংক্রান্ত পরীক্ষা চালানো হচ্ছে।

হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত রুবি ও বেলেঘাটাকে ধরে মোট পাঁচটি মেট্রো সংখ্যা পড়বে। রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার। এরপর আসবে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন। তারপর বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন পড়বে, যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত। এরপর সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...