তাইওয়ানের পর এবার সাত সকালবেলাতেই ভয়ংকরভাবে কেঁপে উঠল চিনের ভূমি!

বুধবার অর্থাৎ গতকাল ভূমিকম্পে ভয়ঙ্করভাবে কেঁপে উঠেছিল তাইওয়ান। ক্ষতিগ্রস্থ হয়েছে গোটা দেশ। এবার ফের কেঁপে উঠল মাটি। বৃহস্পতিবার অর্থাৎ আজ চিনের কিংহাই প্রদেশে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে অনুভূত করে কম্পন। জানা গিয়েছে সেই রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।

এই বিষয়ে চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া, চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (CENC) জানিয়েছে যে বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী সকাল ৮টা ৩৯ মিনিটে উত্তর-পশ্চিম চিনের কিংহাই প্রদেশের মাংয়া শহর ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

এদিন ভূপৃষ্ঠ থেকে কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্প পর্যবেক্ষণের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে উপকেন্দ্রটি ৩৮.৩৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৯৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল।

তবে, এই ঘটনার জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। 

প্রসঙ্গত, বুধবার অর্থাৎ গতকাল ভোরে হঠাৎই এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। সেই ভূমিকম্প অনুভূত হয় পড়শি চিন, জাপান এবং ফিলিপিন্সেও। এদিন তাইওয়ানে ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা হাজার পার করে গিয়েছে। বেশ ক্ষয়ক্ষতি হয়েছে গোটা দেশ।   জানা গিয়েছে যে কমপক্ষে শতাধিক বাড়িঘর ভেঙে গিয়েছে এদিন। অন্যদিকে, ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল জাপান-ফিলিপিন্সে। তবে এদিন আর সুনামি হয়েনি।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...