বর্তমানে ভারতই হোক অথবা বিশ্বের যে কোনো প্রান্ত, দূষণ যথেষ্ট চিন্তায় ফেলেছে পরিবেশবিদদের। যে কোনো অনুষ্ঠানে বাজি পোড়ানো এখন ফ্যাশনের পর্যায়ে দাঁড়িয়ে গেছে। অথচ তার থেকে পরিত্রান পাবার কোনো উপায় বেরোচ্ছেনা। গত বছর দিওয়ালিতে দিল্লি শহর দূষণে ঢেকে গিয়েছিল। এ বছর দিওয়ালিতে কলকাতা তো দিল্লিকেও ছাপিয়ে গেছে দূষণের মাত্রায়। কলকাতার বায়ু দূষণ যথেষ্ট চিন্তার কারণ হয়ে পড়েছে এখানকার সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে পরিবেশবিদদের। রাজ্য স্তরেও এ নিয়ে ভাবা হচ্ছে। তার প্রকৃষ্ট উদাহরণ পাওয়া গেল সদ্য নির্বাচিত মেয়রের বার্তাতেও। শহরকে দূষণমুক্ত করাই তাঁর প্রথম কাজ বলে জানালেন তিনি। দূষণ রুখতে অন্যতম কাজ গাছ লাগানো বলে জানান তিনি। শহরের বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পাশাপাশি বাড়ির ফাঁকা জায়গাতেও গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন নতুন মেয়র ফিরহাদ হাকিম। এই রকমভাবে বাড়িতে গাছ লাগালে কর ছাড় পাওয়া যাবে বলে তিনি জানান।
পুরো ব্যাপারটা বিস্তারিতভাবেও জানান তিনি। ধরা যাক, কারো বাড়ির জমি মোট ৫কাঠার। এখানে ৩ কাঠা জমির ওপর বাড়ি করে বাকি ২কাঠা জমিতে যদি গাছ লাগানো হয়, তাহলে সেই জমির ওপর ৯০% কর ছাড় পাওয়া যাবে। বাড়ির জলাশয় রক্ষা করা হলেও কর ছাড় পাওয়া যাবে বলে জানান মেয়র। সবুজায়নের পাশাপাশি বর্জ্য রিসাইক্লিং-এর ওপরেও জোর দেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন বহুতলে বর্জ্য দিয়ে সার তৈরির প্রক্রিয়া চালু করা হবে, যাতে বোর্ডকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা যায়।। নিউটাউনে ইতিমধ্যেই এই পরিকল্পনার ওপর কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। এছাড়া টালিগঞ্জ, যাদবপুর এলাকায় জলের সমস্যার সমাধান করা এবং বেহালায় জমা জলের যে সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে তার সমাধানও অগ্রাধিকার দেওয়া হবে।