এবার সামান্য শর্তের বিনিময়ে ট্রেন সফর করতে পারবে আপনার আদরের পোষ্যও

ওরাও পরিবারের সদস্য, অথচ কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার উপায় নেই তাঁদের নিয়ে। কে দেখবে, কে খাওয়াবে –এ নিয়ে চিন্তার শেষ থাকেনা।  হ্যাঁ, বাড়ির পোষ্যদের নিয়ে এ কারণে সমস্যায় পড়তে হয় অনেক পোষ্যপ্রেমীদেরই। এতদিন দূরপাল্লার ভ্রমণে বাস বা ট্রেন সফরে ব্রাত্য থাকতে হত পোষ্যদের। এবার কিছুটা হলেও স্বস্তি দিয়ে, পোষ্য নিয়ে সফর করার বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় রেল, পরিবর্তে মানতে হবে কিছু শর্ত।

রাজধানী এক্সপ্রেসে সদ্য কলকাতা থেকে পোষ্য নিয়ে সফর করেছেন অবন্তিকা ঘোষ। তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন টুইটারে। এখন তাঁর সেই অভিজ্ঞতাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

তিনি শিয়ালদহ থেকে রাজধানী এক্সপ্রেসে দুটি পোষ্য নিয়ে সফর করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘‌রেলের পক্ষ থেকে এই পোষ্য–বান্ধব পরিষেবার জন্য রেলকে ধন্যবাদ জানাই। পোষ্য নিয়ে রেলে সফর এই প্রথম। এই ব্যবস্থা প্রথম আমাদের দেশ করে দেখিয়েছে। আমি অত্যন্ত খুশি।’‌ টুইটারে এই পোস্টের পর নেটিজেনরা একের পর এক প্রশংসামূলক মন্তব্য করেছেন। 

তবে হ্যাঁ, প্রথমেই জানিয়েছিলাম, এই সুবিধা ভোগ করতে গেলে মানতে হবে কিছু শর্ত। কী সেই শর্ত?‌ এক, পোষ্যর ভ্যাকসিন সংক্রান্ত কার্ড সঙ্গে বহন করতে হবে। দুই, পোষ্যর চিকিৎসককে দেখানোর শংসাপত্র সঙ্গে রাখতে হবে। 

ব্যাস, এই দুই নথি দেখাতে পারলেই কেল্লাফতে!

এটা শেয়ার করতে পারো

...

Loading...