উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর। দুর্গাপুজোয় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে দুই জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের। অন্যদিকে বাস পরিষেবা উন্নত করতে নতুন বাসের উদ্বোধন করেছে শিলিগুড়ির তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাস। প্যান্ডেল হপিং -এ যাত্রীদেরকে আর কোন সমস্যার মুখে পড়তে হবেনা।
দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বাইরে বের হননা, এমন মানুষ খুব কম রয়েছেন। আবার শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ঠাকুর দেখার জন্যে সাধারণ মানুষের প্রধান সহায় পাবলিক ট্রান্সপোর্ট। আর সেকথা মাথায় রেখেই দুই জোড়া স্পেশাল ট্রেন চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। একটি পূজা স্পেশ্যাল ট্রেন আগামী ০৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আনন্দ বিহার টার্মিনাল-কাটিহার-আনন্দ বিহার টার্মিনালের মধ্যে উভয়দিক থেকে ১৫টি ট্রিপের জন্য চলাচল করবে এবং আরেকটি ট্রেন ০৫ অক্টোবর, ২০২৪ তারিখে ডিব্রুগড় ও এসএসএস হোব্বাল্লি জং-এর মধ্যে একটি ট্রিপের জন্য চলাচল করবে।
পুজো স্পেশাল ট্রেনঃ
১। ট্রেন নং. ০৪০৪৭ (কাটিহার-আনন্দ বিহার টার্মিনাল) কাটিহার থেকে আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে।
ট্রেনের সময়ঃ প্রত্যেক বুধ ও শনিবার ১৮.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৭.৫০ ঘণ্টায় গন্তব্যে পৌঁছবে।
২। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৪০৪৮ (আনন্দ বিহার টার্মিনাল-কাটিহার) আনন্দ বিহার টার্মিনাল থেকে কাটিহার পৌঁছবে।
ট্রেনের সময়ঃ প্রত্যেক মঙ্গল ও শুক্রবার ১৫.২০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৫.০০ ঘণ্টায় গন্তব্যে পৌঁছবে।
৩। একমুখী স্পেশাল ট্রেন নং. ০৫৯২৬ (ডিব্রুগড়-এসএসএস হোব্বাল্লি জং.) ডিব্রুগড় থেকে রওনা দিয়ে এসএসএস হোব্বাল্লি জং. পৌঁছবে।
ট্রেনের সময়ঃ শনিবার ১৩.৩০ ঘণ্টায় রওনা দিয়ে মঙ্গলবার ০৯.০০ ঘণ্টায় গন্তব্যে পৌঁছবে।
অন্যদিকে পুজোর আগে শিলিগুড়ির তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাস নতুন বাস পরিষেবার সূচনা হয়েছে। মহালয়ার শুভলগ্নে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের উদ্যোগে দুটি এসি রকেট বাস ও দুটি সি এন জি বাস পরিষেবার সূচনা করা হয়। মোট ৩০টি নতুন সিএনজি বাস রয়েছে। যার মধ্যে ২টি নতুন সিএনজি বাস ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে। এছাড়া ১২টি নতুন রকেট বাস আনছে সংস্থা।
এইদিন বাস পরিষেবা উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। এসি রকেট বাস দুটি শিলিগুড়ি ও কলকাতা এবং সি এন জি বাস দুটি শিলিগুড়ি কোচবিহার রুটে চলাচল করবে। পার্থপ্রতিম রায় জানান, খুব শীঘ্রই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আরও বেশ কিছু সি এন জি চালিত বাস পরিষেবা চালু করবে। যা পরিবেশকে দূষন মুক্ত রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।